Site icon

আইন ডিগ্রির দাবিতে পবিপ্রবির শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

আইন ডিগ্রির দাবিতে


মোঃ ইমরুল কায়েস, পবিপ্রবি প্রতিনিধি :

আইন ডিগ্রির দাবিতে ঃ আইন ডিগ্রির দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা। ১১ই সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টা থেকে প্রশাসনিক ভবনের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের দাবি অন্যান্য বিশ^বিদ্যালয়ের মত তারাও আইন সম্পর্কে লেখাপড়া করে অথচ আইনের ডিগ্রি দেয়া হয় না। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে বলে জাানানো হয়। আন্দোলনের অংশ হিসাবে ওই অনুষদের শিক্ষার্থীরা সব ধরণের ক্লাস পরীক্ষা বর্জনেরও ঘোষনা দেন।


এরআগে ৯ সেপ্টেম্বর তারা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে এবং মানববন্ধন কর্মসূচি পালন করে। এ ব্যাপারে ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী মো. রেদওয়ান ইসলাম অমি বলেন, ‘আমাদের একটাই দাবী আমরা বিএসসি এর পরিবর্তে আইন ডিগ্রি চাই।



Exit mobile version