Site icon

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ পালিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস



কৃষি সংবাদ ডেস্কঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঃ চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর নিজস্ব ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ পালিত হয়েছে। সকাল ৬.০০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৮.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান-এর নেতৃত্বে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ব্যাচ ধারণ করে মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করে র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন প্রাঙ্গনে অবস্থিত স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে এগ্রিবিজনেস এর রুপকার ও কেপি এথনিক ভেজিটেবল রিসার্স সেন্টার, টরেন্টো, কানাডা এর প্রেসিডেন্ট কৃষিবিদ প্রফেসর ড. কবির হোসেন তালুকদার। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ সোহেল আল বেরুনী।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষনা ভিত্তিক জার্নাল “ঊইঅটই ঔড়ঁৎহধষ’ এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য । উক্ত জার্নালের চীফ এডিটর ড. মোঃ মাহাবুবুর রহমান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ ওসমান আলী মিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন ড. মোঃ দেলোয়ার হোসেন, ব্যবসায় অনুষদের প্রধান ড. মোস্তফা মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন অনুষদের প্রধান এস. এম. শহীদুল ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের প্রধান ড. আশরাফুল আরিফ, সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস ২০১৯ পালিত

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)- এ যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস ২০১৯ পালিত হয়েছে । বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে দুপুর ২.৩০ মিনিটে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান এবং বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রেজিস্ট্রার ড. মোঃ সোহেল আল বেরুনী।


অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এর মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতের ভয়াবহ চিত্র সবার সামনে তুলে ধরেন এবং সকলকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ও এই দিবসের চেতনা সবার মনে জাগ্রত থাকুক সে আহবান জানান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (চঃদাঃ) ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শাহরিয়ার কবীর, কৃষি অনুষদের ডীন ড. মোঃ দেলোয়ার হোসেন, ব্যবসায় অনুষদের প্রধান ড. মোস্তফা মাহমুদ হাসান, প্রক্টর ও আইন অনুষদের প্রধান এস. এম. শহীদুল ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের প্রধান ড. আশরাফুল আরিফ ও সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

Exit mobile version