Site icon

আশ্চর্য হলেও সত্যি বটে, একটি আলুর দাম মাত্র ৮ কোটি টাকা!

একটি আলুর দাম মাত্র ৮ কোটি টাকা

 কৃষি সংবাদ ডেস্ক: একটা আলুর দাম শুনলে চোখ ছানা বড়া নয়, একেবারে আলু হয়ে যাবে! হ্যাঁ, ঠিক তাই। কারণ, একটা আলুর দাম ৭৫৭ হাজার পাউন্ড। মানে বাংলাদেশী মুদ্রায় ৮ কোটি টাকা।

তাও এ আলু গোটা বটে। কিন্তু আসল নয়। আলুর একটা ছবি। আর এই আলুর ছবিটি তুলেছেন ফটোগ্রাফার কেভিন অ্যাবোস।

৪৭ বছরের ভদ্রলোক এর আগে হলিউড স্টারদের ছবি তুলতেন মূলত। জনি ডেপ, স্টিভেন স্পিলবার্গদের ছবি তোলাটাই ছিল তার কাজ। এরই মাঝে কিছু নিজের শখের ছবি তোলাও তো থাকে। সেরকমভাবেই একটি আলুর ছবি তুলেছিলেন।

ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওই আলুচ ছবিটি টানানো ছিল তার প্যারিসের স্টুডিওর দেওয়ালে। সেটা দেখা মাত্রই পছন্দ হয়ে যায় এক দুবাইয়ের ব্যবসায়ীর।

তিন-চার পাত্র মদিরার নেশায় সেই ব্যবসায়ী আলুর ছবিটি কিনে নেন ৮ কোটি টাকায়!

Exit mobile version