Site icon

কুষ্টিয়ার মিরপুরে সমন্বিত খামার ব্যবস্থাপনা কৃষক স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত

কৃষক স্কুলের মাঠ দিবস
এস এম জামাল, কুষ্টিয়া থেকে :

কৃষক স্কুলের মাঠ দিবস

কৃষকের বাড়ি হবে খামারবাড়ি। বসতবাড়িতে গবাদিপশু-হাঁসমুরগী পালন, বাড়ির আঙিনায় বিষমুক্ত সব্জী চাষ, ফলমূলের গাছ লাগানো, পতিত পুকুর-জলাশয়ে মাছ চাষ, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফসল আবাদের মাধ্যমে কৃষক পরিবারের পুষ্টি যোগানের সঙ্গে সঙ্গে ঘটবে অর্থনৈতিক উন্নয়ন। এ লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণে কুষ্টিয়ার মিরপুরের বিভিন্ন ইউনিয়নে স্থাপন করা হয়েছে কৃষক মাঠ স্কুল। সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব কৃষক মাঠ স্কুল পরিচালনা করছে।

 

মঙ্গলবার সকালে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কেউপুর কৃষক স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মনোজ কুমার ইন্দ্র, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ মাহিরুল ইসলাম, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: শফিকুল ইসলাম মন্টু কৃষানী জান্নাতুল ফেরদৌস মুনমুন ও শাবানা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ওই কৃষক মাঠ স্কুলের সদস্যরা প্রশিক্ষণলব্ধ জ্ঞানের আলোকে কৃষি বিষয়ক ৬টি প্রদর্শনী স্টল স্থাপন করেন। অতিথি এবং এলাকার লোকজন এসব স্টল ঘুরে ঘুরে দেখেন এবং নানা প্রশ্ন করে নিজেরা সে সম্পর্কে অবহিত হন। এপরে অতিথিবৃন্দ ওই এলাকায় কৃষক মাঠ স্কুলের সদস্যদের গড়ে তোলা একটি কৃষি উন্নয়ন ক্লাব উদ্বোধন করেন।

কৃষি কর্মকর্তারা জানান, আইএফএমসি প্রকল্পের আওতায় জেলায় প্রতিবছর খরিপ-১ ও রবি মৌসুমে ৩০টি করে ৬০টি কৃষক মাঠ স্কুল স্থাপন করা হয়। এসব মাঠ স্কুলে সপ্তাহে দুইদিন করে ৬ মাসে ৪৭টি সেশনের মাধ্যমে ৫০ জন কৃষক-কৃষাণীকে কৃষি প্রশিক্ষণ প্রদান করা হয়।

মাঠ দিবস অনুষ্ঠান শেষে ৫০ জন কৃষক/ কৃষাণীদের মাঝে সনদপত্র, পুরষ্কার ও প্রতি পরিবারের জন্য কৃষি উপকরণ ক্রয়বাবদ ১৫শ টাকা প্রদান করা হয়।

Exit mobile version