Site icon

কৃষিবিদ গ্রুপের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত

KG Iftar

নূরুল মামুনঃ গত ১১ জুন ২০১৬ তারিখ শনিবার, মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে কৃষিবিদ গ্রুপের উদ্যোগে এক ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব,ড.মোঃ মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বলেন, ‘আমি বিশ্বাস করি কৃষিবিদ গ্রুপ তথাকথিত কোন ব্যবসায়ী গ্রুপ নয়। এখানে সুশীল,শিক্ষিত ও দক্ষ একদল কৃষিবিদদের প্রতিষ্ঠান। যারা নৈতিকতার ভিত্তিতে কৃষির বিভিন্ন সেক্টরে ব্যবসা পরিচালনা করছেন যার মাধ্যমে একটি সুন্দর ও সুস্থ জাতি গঠন করা সম্ভব হবে ’।

তিনি আরো বলেন, কৃষির বিভিন্ন পণ্য সরকারি প্রতিষ্ঠান থেকে যেমন বিএডিসি থেকে বিক্রয় করা হয়। এখান থেকে শাক সবজি মরিচ বিক্রি করা হয় যার আদৌ কোন প্রয়োজন নাই । তাঁর মতে, সরকারি প্রতিষ্ঠান মূলত গাইড লাইন দিবে,দিক নির্দেশনা দিবে। আর ব্যবসা করবে বেসরকারি প্রতিষ্ঠান বলে অভিমত প্রকাশ করেন।

সুসজ্জিত স্টেজ ও আকর্ষণীয় হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব,ড. মিয়া মোঃ আইয়ুব। তিনি মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আমাদেরকে নৈতিকতার শিক্ষা দিতে আসে। এ সময় শয়তান কে শৃংখলিত করা হয়। এক মাস বন্দি দশা থেকে মুক্তি পেয়ে আবার শয়তান মানুষকে ধোঁকা দিতে জোর প্রচেষ্টা চালাতে থাকে। যেমনটা চালায় ক্ষুধার্ত কোন গরু রশি মুক্ত হলে কোন তরতাজা ক্ষেতের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এজন্য মুসলমানদের এ মাসে বেশি বেশি আমাল করে মুত্তাকী হতে হবে যাতে শয়তানের ধোঁকায় জীবন বিপন্ন না হয়’। তিনি দেশের যাকাত আদায়ের দৃশ্য তুলে ধরে বলেন, যেভাবে মানুষ যাকাত আদায় করে আসলে এতে যাকাতের হক আদায় হয় না। প্রতি বছর দেখা যায় খুব নিম্মমানের শাড়ি,লুঙ্গী দেওয়ার ব্যবস্থা করা হয়। আর এ গুলো নিতে গিয়ে মানুষ পদপৃষ্ট হয়ে অসংখ্য মানুষ মারা যায়। আবার অনেকে যাকাত আদায় করেন কিয়দাংশ।দশ হাজার টাকা যাকাত হলে ৪-৫ হাজার টাকা দিয়ে মনে করেন যাকাত দেওয়া হয়ে গেছে। এভাবে যাকাত আদায় হবে না। প্রকৃত পক্ষে যাকাত আদায় করতে হলে হিসেব করে পুরাপুরি যাকাতের হকদারের কাছে পৌঁছে দিতে হবে বলে উল্লেখ করেন। তিনি আরো উল্লেখ করেন, দেশে যে পরিমাণে যাকাত হয় তা সঠিকভাবে আদায় করে যাকাতের হকদারের কাছে সুষ্ঠু ভাবে বিতরণ করতে পারলে দেশে দারিদ্রতা শূণ্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।

কৃষিবিদ গ্রুপের পথ চলা ও আগামি দিনের পরিকল্পনা উপস্থাপনা করেন কৃষিবিদ গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল। তিনি বলেন, কৃষিবিদ কমিউনিটির পেশাগত উৎকর্ষতা সাধন ও জীবনমানের উন্নয়নের লক্ষ্যে ২০০০ সালের মাত্র ৫ জন উদ্যোক্তা কৃষিবিদের মাত্র ত্রিশ হাজার টাকা মূলধন নিয়ে কৃষিবিদ গ্রুপের যাত্রা শুরু হয়। ইতিমধ্যে চব্বিশটি কোম্পানি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিধি মোতাবেক নিবন্ধন করা হয়। তিনি উল্লেখ করেন, কৃষিবিদ গ্রুপ তথাকথিত কোন ব্যবসা প্রতিষ্ঠান নয়, এখানে পণ্যের মানের ব্যাপারে কোন আপোষ করা হয় না। বর্তমান ভেজালের ভিড়ে মানুষ যখন দিশেহারা তখন কৃষিবিদ গ্রুপ ভোক্তাদের মনে আশার আলো দেখাচ্ছে। কৃষিবিদ গ্রুপের প্লট হোক, ফ্লাট হোক, মাছ, পোল্ট্রি, দুগ্ধজাত পণ্য হোক না কেন প্রতিটি জিনিসের গুনগত মান নিশ্চয়তা দিয়ে ভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। দেশের অনেক বড় বড় কোম্পানির প্লট ও ফ্লাট অবিক্রীত অবস্থায় থাকার প্রেক্ষাপটেও কৃষিবিদ গ্রুপের কোন বিজ্ঞাপন ছাড়াই প্লট ও ফ্লাট বিক্রি হয়ে যায় বলে উল্লেখ করেন। তিনি বলেন, কৃষিবিদ গ্রুপ অ্যাজ মানুষের আস্থা ও ভালবাসার বস্তুতে পরিণত হয়েছে। আগ্রহীদের শেয়ার, প্লট, ফ্লাট ক্রয়ের জন্য আহবান জানান তিনি।

কৃষিবিদ রেজাউল করিম খান টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পার্টি ও আলোচনা সভায় উদ্ভোধনী বক্তব্য রাখেন, ডিএইর সাবেক মহাপরিচালক,কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মোঃ তারিক হাসান। সভাপতির ভাষনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যাঞ্চেলর ও কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. আর আই সরকার আগত অতিথিবৃন্দ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের আহবান জানান। অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দোয়া পরিচালনা করেন, কৃষিবিদ প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন। তিনি,মাহে রমজানে সবাইকে বেশি বেশি ইবাদত করে নিজের আত্মশুদ্ধি  করার পরামর্শ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে মিরপুর এলাকায় বসবাসরত আট শতাধিক শেয়ার হোল্ডার ও শুভাকাংখী অংশগ্রহণ করেন। সবশেষে আগতদের মাঝে মনোজ্ঞ ইফতার পরিবেশন করা হয়।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম

Exit mobile version