জামালপুরে তিন দিন ব্যাপী আঞ্চলিক কৃষি গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা কর্মশালা ২০১৮ শুরু

কৃষি গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা কর্মশালা

কৃষি সংবাদ ডেস্কঃ

কৃষি গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা কর্মশালা

আজ ৯ মে ২০১৮ তারিখ জামালপুরে তিন দিন ব্যাপী আঞ্চলিক কৃষি গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা কর্মশালা ২০১৮ শুরু  হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ইন্সটিটিউটের তৈল বীজ উইং এর পরিচালক ড. মো সাখাওয়াৎ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ড. সাখাওয়াত বলেন, ‘আমাদের জলবায়ু দিন দিন পরিবর্তন হচ্ছে, বৃষ্টিপাত দীর্ঘতর হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এরকম বৈরী জলবায়ুর কারণে ফসলে দেখা দিচ্ছে নতুন নতুন রোগ বালাই। ফসলের মৌসুম পরিবর্তন হয়ে চাচ্ছে ফলে ফসলের ক্ষতিও হচ্ছে প্রচুর । কৃষক সময়মত ফসল ঘরে তুলতে পারছে না।  এ প্রেক্ষাপটে বিজ্ঞানীদের কাছে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন জাত উদ্ভাবন করতে হবে।’

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের  অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ। তিনি বিশেষ অতিথির ভাষনে বলেন, ‘দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পুর্নতা অর্জন করেছে। কিন্তু পুষ্টিতে এখন ঘাটতি রয়ে গেছে। এ কারণে গবেষণা কার্যক্রম আরো জোরদার করতে হবে। গবেষণা লব্দ তথ্য কৃষকের কাছে নিয়ে যেতে হলে সম্প্রসারণ ও গবেষণা সেক্টরকে এক যোগে কাজ করতে হবে। আমাদের মধ্যে সমন্বয়ের যে অভাব আছে তা দূর করতে হবে।’

উল্লেখ্য, উক্ত গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা কর্মশালায় ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামাল্পুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট, বেসরকারি সংস্থা ও বাছাইকৃত কৃষকগণ অংশ গ্রহণ করেন। পরে উপস্থিত সুধিবৃন্দের নানা পর্যালোচনা ও কৃষির নানা সমস্যা নিয়ে আলোকপাত করা হয়। কর্মশালাটি আগামী ১১ মে তারিখ সমাপ্ত হবার কথা রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *