কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সমন্বিত ভর্তি পরীক্ষা

সমন্বিত ভর্তি পরীক্ষা

মোঃ বশিরুল ইসলাম

দেশে প্রথমবারের মতো কৃষি বিষয়ক সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সার্বিক তত্ত্ববধানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ছয়টি কেন্দ্রে সকাল ১১ টায় একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬১ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগেভাগেই সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে এবার আইন-শৃঙ্খলা বাহিনী আগেই সতর্কতামূলক ব্যবস্থা নেয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ সাংবাদিকদের বলেন, সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কৃষি বিষয়ক সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী, প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission-agri.org) থেকে জানা যাবে।

লেখকঃ জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত), জনসংযোগ ও প্রকাশনা দফতর

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *