Site icon

কেআইবি জামালপুর কর্তৃক কৃষিবিদ শেখ মুজাহিদ নোমানীকে সংবর্ধনা প্রদান

নিজস্ব সংবাদদাতাঃ

কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ জামালপুর জেলা শাখা কর্তৃক গত ০৩ এপ্রিল’২০১৮ খ্রি: তারিখ বিকাল ৫.০০ টায় বিনা উপকেন্দ্র,জামালপুর-এর প্রশিক্ষণ হল রুমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাষিক সভা শেষে ২য় পর্যায়ে গত মার্চ’২০১৮ খ্রি: মাসে কৃষিবিদ শেখ মো: মুজাহিদ নোমানী,জেলা বীজ প্রত্যয়ন অফিসার,এসসিএ,জামালপুর-এর “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৩” প্রাপ্তিতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নুরুল ইসলাম। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন কৃষিবিদ মো: মোখলেছুর রহমান,আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কৃষিবিদ মো: আমিনুল ইসলাম,ডিডি,ডিএই,জামালপুর ও সভাপতি,কেআইবি, জামালপুর জেলা শাখা ড: মো: মনিরুজ্জামান,জেলা মৎস্য কর্মকর্তা,জামালপুর, ড: মো: মঞ্জুরুল কাদির,পিএসও,আরএআরএস,জামালপুর এবং এস.এম নুরুল হুদা,ব্যবস্থাপনা পরিচালক,জিল বাংলা সুগার মিল,দেওয়ানগঞ্জ,জামালপুর, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন এবং সংবর্ধনা গ্রহণকারী অতিথি “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৩” বিজয়ী কৃষিবিদ শেখ মো: মুজাহিদ নোমানী,জেলা বীজ প্রত্যয়ন অফিসার,এসসিএ,জামালপুর।

বক্তৃতা পর্বে বিভিন্ন বক্তাগণ দীর্ঘ ১৫ বৎসর পর জামালপুর জেলায় উপ-পরিচালক পর্যায়ের কর্মকর্তাবৃন্দের মধ্যে সমগ্র বাংলাদেশে এবার তিনিই একমাত্র এবং সুদীর্ঘ ৪৪ বৎসর পর এই প্রথম বীজ প্রত্যয়ন এজেন্সীর একজন কর্মকর্তা হিসেবে “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৩” অর্জন করায় কৃষিবিদ শেখ মো: মুজাহিদ নোমানী-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তাগণ আরও জানান যে, কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ জামালপুর জেলা শাখার একজন সম্মানিত সদস্য হিসেবে জনাব মুজাহিদ নোমানী “কৃষি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি এবং উদ্বুদ্ধকরণ প্রকাশনা ও প্রচারণা মূলক কাজের” মাধ্যমে বীজ প্রত্যয়ন সেক্টরে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কৃষি ক্ষেত্রে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরষ্কার অর্জন করায়,জামালপুর জেলার কৃষিবিদগণ অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

বক্তৃতা পর্ব শেষে মঞ্চে উপবিষ্ট কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ জামালপুর জেলা শাখার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ কৃষিবিদ শেখ মো: মুজাহিদ নোমানীর হাতে কেআইবি জামালপুর জেলা শাখার পক্ষ হতে সংবর্ধনা স্মারক ক্রেষ্ট প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত অতিথি শেখ মো: মুজাহিদ নোমানী তাকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে সম্মানিত করায় কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ জামালপুর জেলা শাখার কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দকে এবং অন্যান্য কৃষিবিদগণকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাকে আন্তরিক সহযোগিতা ও সর্মথন প্রদান করায় তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি জনাব মুজাহিদ নোমানী তাঁর পক্ষ হতে ২০১৭ সনে জেলা বীজ প্রত্যয়ন অফিস জামালপুরে তৎকালীন সভাপতি ও ডিডি,ডিএই,জামালপুর ড: মো: রফিকুল ইসলাম মহোদয়ের আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার হিসাবে পদোন্নতি পাওয়ার পর প্রথম জামালপুর অফিসে আগমনকালে তাকেসহ ডা: নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি ডিএলও জামালপুর এবং সাধারণ সম্পাদক,মো: রফিকুল ইসলাম উজ্জ্বল-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়ার একটি বাঁধাইকৃত স্মৃতিময় ছবি উপহার হিসেবে তুলে দেন কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে যা উপস্থিত সকল কৃষিবিদগণকে মুগ্ধ করে।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও প্রাণবন্তভাবে সঞ্চালন করেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম উজ্জ্বল। সবশেষে সকলের নৈশভোজে অংশগ্রহনের মাধমে সংবর্ধনা সার্বিক অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। উক্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক কৃষিবিদ উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি),জামালপুর সদর জনাব কৃষিবিদ মোঃ মাজহারুল ইসলাম।

Exit mobile version