Site icon

খাদ্য ঘাটতি পুরণে কৃষিবিদদের অবদান অনেক বেড়েছে: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ডা: মো: মোস্তাফিজুর রহমান :

খাদ্য ঘাটতি পুরণে কৃষিবিদদের অবদান

দেশের স্বাধীনতা পরবর্তি সময়ে কৃষিবিদদের অবদান অনেক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ কৃষিবিদ ইনষ্টিটিউট বাংলাদেশ ( কে আই বি) তে এগ্রি কেরিয়ার এক্সপো ২০১৭ এর রিফ্লেকশন সিরিমুনিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, একটা সময় বাংলাদেশে খাদ্য ঘাটতি ছিল কিন্তু বর্তমানে চাহিদা পুরণ হয়েও বেশি হচ্ছে। দিনে দিনে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া শর্তেও খাদ্যে সংসম্পর্কতা অর্জন করেছে । এতে কৃষিবিদদের কৃতিত্বের প্রতি সম্মান জানিয়েছেন তিনি।

বর্তমানে উতপাদন বেড়েছে ৪ গুন। কৃষিবিদদের দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার একই জমিতে আগের চেয়ে বেশি এবং ভাল ফসল হচ্ছে। সরকারী চাকুরীর পাশাপাশি বেসরকারি চাকরিতে কৃষিবিদরা ভাল করছে। অর্থমন্ত্রী আরো বলেন, ৪৫ বছরে কৃষিতে অনেক দূর এগিয়েছে, কৃষিতে বিকাশ সাধিত হয়ে চাকরীর অবস্থা সৃষ্টি হয়েছে। নতুন নতুন উদোগ্যকতা সফল ভাবে প্রতিষ্টিত হয়েছে কৃষি ক্ষেত্রে। বর্তমানে কৃষিতে জিডিপি ১৫শতাংশ বলেও উল্লেখ্য করেন তিনি। আজকের দ্বিতীয় দিনে দুইটা ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়, কৃষি সাংবাদিকতার উপর আলোচনা করেন চ্যানেল আই এর পরিচালক শাইখ সিরাজ ও যোগাযোগ দক্ষতার উপর আলোচনা করেন নাদিভ নায়েব। শেষণ শেষে সনদপত্র প্রদান করা হয়। কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ সভাপতি কৃষিবিদ এম এম সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত। বিশেষ অতিথি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম সদস্য, কার্যকারী কমিটি বিদ্যুৎ, জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়, অধ্যাপক মো. জসিম উদ্দিন উপ উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, দুই দিন ব্যাপি এগ্রি কেরিয়ার  মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

পুরো অনুষ্ঠানের উপস্থাপনা করেন কৃষিবিদ ড. মো. আবদুল বারী ও কৃষিবিদ ড. সুষমিতা দাস।

Exit mobile version