গোপালপুরে উন্নয়ন সহায়তার আওতায় কৃষকদের মাঝে পাওয়ার থ্রেসার বিতরণ

পাওয়ার থ্রেসার বিতরন

পাওয়ার থ্রেসার বিতরন
***এ কিউ রাসেল***
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খামার যান্ত্রিকিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-(২য় পর্যায়) প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি মূল্যে) কর্মসূচীর আওতায় উপজেলার ১০ জন কৃষকের মাঝে সরকারি ৩০% ভর্তুকীর পাওয়ার থ্রেসারমেশিন বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ২৮ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণ প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠা-ু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদার, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মুহাম্মদ আবদুল হালিম, উপ-সহকারি কৃষি অফিসার মো. আবু কায়সার রাসেল, সুবিধাভোগী কৃষক মো. কেরামত আলি প্রমুখ।
প্রধান অতিথি ইউনুছ ইসলাম তালুকদার ঠা-ু তার বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকার ক্ষমতায় এলে দেশে কৃষি ক্ষেত্রে বিল্পব সাধিত হয়। খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়। তিনি কৃষকদের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদপে গুলো যথাযথ বাস্তবায়নে যারা আন্তরিক ভাবে কাজ করেন তাদেরকেও ধন্যবাদ জানান।’
উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘সরকারি ৩০% ভর্তুকী দিয়ে এ উপজেলায় মোট ১০টি পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করা হচ্ছে। এতে করে সুবিধাভোগী কৃষকরা স্বল্প সময়ে ও অল্প ব্যয়ে অধিক পরিমান ধান মাড়াই করতে সক্ষম হবে এবং বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক ভাবে সাবলম্বি হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *