Site icon

গোপালপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

সরিষা প্রদর্শনীর মাঠ দিবস


এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) :


সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ঃটাঙ্গাইলের গোপালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ব্যবস্থাপনায় ২০১৮-১৯ইং অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত বারি-১৭ জাতের সরিষা বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস গত ৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।


পৌরশহরের সূতী পূর্বপাড়া গ্রামের কৃষক মো. আবদুল জলিলের বসত বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।


উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মুহাম্মদ আবদুল হালিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তুষার সাহা, গোপালপুর পৌরসভার কাউন্সিলর মো. আবদুস সালাম, ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার মো. আবদুল মালেক, উপ-সহকারি কৃষি অফিসার মো. আক্তারুজ্জামান, মো. হামিদুল হক, মো. আসাদুজ্জামান, মো. নুরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম খান ও মো. আবু কায়সার রাসেল, সফল চাষি মো. আমানত আলী, মো. আবদুল জলিল, মো. তোফাজ্জল হোসেন তোতা, সাগর চন্দ্র রায় প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

Exit mobile version