Site icon

গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ

শিক্ষার্থীদের সবজি বীজ
এ কিউ রাসেল,

বিনামূল্যে সবজির বীজ বিতরণ

বিনামূল্যে সবজির বীজ বিতরণ

বসত বাড়িতে সবজিচাষ করে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আত্মসাবলম্বী করার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আয়োজনে উপজেলার হাদিরা ইউনিয়নের ভাদুরীরচর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শুরু হওয়া ২দিনব্যাপী সবজি চাষ প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে অংশ গ্রহনকারিদের মাঝে ২৩ অক্টোবর বিনামুল্যে উচ্চ ফলনশীল ৫জাতের সবজির বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি অফিসার মো. আবু কায়সার রাসেল প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন। বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে, হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন, উপ-সহকারি কৃষি অফিসার আসাদুজ্জামান, ভাদুরীরচর উচ্চ বিদ্যালয়ে কৃষি শিক্ষক নূরে মাকছুদ সোহেল, কম্পিউটার শিক্ষক আমিনা বেগম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র ইউনিয়ন সমন্বয়কারি সোহেল শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন শিক্ষার্থী ও ২জন সেচ্ছাব্রতীসহ মোট ৩০জন প্রশিক্ষনার্থীর মাঝে উচ্চ ফলনশীল এসব বীজ বিতরণ করা হয়।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম

Exit mobile version