গোপালপুরে ৭শত মৎসজীবী ও জেলে পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

জেলে পরিবারের মাঝে ত্রাণ


এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) :
জেলে পরিবারের মাঝে ত্রাণ : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের (দূর্যোগ ব্যবস্থাপনা শাখা)’র আয়োজনে জাটকা আহরণে বিরত থাকা ৭শত মৎসজীবি ও জেলে পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বুধবার ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শাজাহান কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, গোপালপুর থানার ওসি মো. হাসান আল মামুন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদ, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হাই, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল কাদের তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মোমেন, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন প্রমুখ।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *