বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ঃ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র উপদেষ্টা ও ফিশ বায়োলজি এন্ড বায়োডাইভার্সিটি বিভাগের সহকারী অধ্যাপক চয়নিকা পন্ডিত, সহকারী প্রক্টর ক্রপ বোটানী বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আবুবকর সিদ্দীক, উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ড জাকারিয়া চৌধুরী অনিক, কৃষিতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক মোহসীনা মোস্তারী লিজা, মৎস্যচাষ বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ফারজানা খানম চাঁদনী, অ্যানিম্যাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডা শিরিনা আক্তার তমা, জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন, অ্যানিম্যাল নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডা জাকিয়া সুলতানা কলি, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডা রহিমা আক্তার দীপা, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডা সালাউদ্দীন ইউছুপ ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক মো হাবিবুল্লাহ সিদ্দিকী, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ সাদেকুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, তিনটি অনুষদের শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সারাজীবনের সহযোদ্ধা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সকল সংকটে, সংগ্রামে প্রেরণা, শক্তি ও সাহস দিয়েছেন বঙ্গমাতা’।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *