পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চারদফা দাবীতে শিক্ষার্থীদের ধর্মঘট

চারদফা দাবীতে শিক্ষার্থীদের ধর্মঘট

চারদফা দাবীতে শিক্ষার্থীদের ধর্মঘট

মোঃ ইমরুল কায়েস, পবিপ্রবি প্রতিনিধি

চারদফা দাবীতে শিক্ষার্থীদের ধর্মঘট : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চলছে প্রবেশনের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট। আজ বুধবার শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের দাবি, নতুন নিয়মে কর্তৃপক্ষ প্রবেশন পদ্ধতি চালু করেছে যা আগে ছিল না। এর প্রেক্ষিতে দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা রেজিস্ট্রার বরাবর আবেদন করেন। কিন্ত ওই আবেদনে কতৃপক্ষ কোন সাড়া না দেওয়ায় আজ বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। চলতি শিক্ষাবর্ষে ২য় সেমিস্টারের ব্যবসা প্রশাসন অনুষদে ১৪ জন, কৃষি অনুষদে ২১ জন, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদে ৪ জন, মাৎস্যবিজ্ঞান অনুষদে ৪ জন, দূর্যোগ ব্যবস্থাপনা অনুষদে ১ জন শিক্ষার্থী প্রবেশনে গেছেন। এই বছরের জন্য প্রবেশন উঠিয়ে নেওয়া সহ প্রবেশন পাওয়া শিক্ষার্থীদের একসঙ্গে মিডটার্ম পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া এবং ক্লাস চালিয়ে যাওয়ার অনুমতি না দেওয়া হলে আন্দোলন অব্যহত থাকবে বলে জানান তারা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মোহাম্মাদ আলী বলেন, ভিসি স্যার ক্যাম্পাসের বাইরে থাকায় আমরা কোন সিদ্ধান্তে যেতে চাচ্ছি না। ১০ তারিখের পর আমরা সিদ্ধান্ত নিবো। তিনি আরো বলেন, ১০ তারিখ পর্যন্ত ২য় সেমিস্টারের সকল মিডটার্ম পরিক্ষা স্থগিত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *