ছাদবাগান/ছাদকৃষি বিষয়ক মুক্ত আলোচনা সফলভাবে অনুষ্ঠিত

ছাদবাগান/ ছাদকৃষি বিষয়ক মুক্ত আলোচনা

ছাদবাগান/ ছাদকৃষি বিষয়ক মুক্ত আলোচনা

নিজস্ব প্রতিবেদকঃ

“স্কুল অব অল্টারনেটিভ স্কীলস ডেভলপমেন্ট ” এর আয়োজনে ছাদবাগান/ ছাদকৃষি বিষয়ক মুক্ত আলোচনা গত ১৩ই এপ্রিল,২০১৮ তারিখ সফলভাবে অনুষ্ঠিত হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব-গাজীউদ্দীন মুহাম্মদ মুনির এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ নূরুল হুদা আল মামুন, পিএইচডি ফেলো।

প্রধান আলোচকের বক্তব্যে কৃষিবিদ মামুন বলেন, ‘দিন দিন শহরাঞ্চলের উপর যেমন মানুষের চাপ বৃদ্ধি পাচ্ছে তেমনি পরিবেশের উপর ঝুঁকিও বাড়ছে। বর্তমানে বাংলাদেশে প্রায় পাঁচ কোটি লোক নগরে বসবাস করে। ২০২০ সালে শতকরা ৫০ ভাগ অর্থাৎ সাড়ে আট কোটি লোক নগরে বাস করবে এবং ২০৫০ সালে ১০০% অর্থাৎ ২৭ কোটি লোক নগরে বসবাস করবে। তখন গ্রাম ও নগর মিলেমিশে একাকার হয়ে যাবে। তাছাড়া শহরাঞ্চলের শিল্পকারখানা ও যানবাহন থেকে নির্গত কালো ধোয়া বায়ুমন্ডলকে মাত্রাতিরিক্ত ভাবে দূষিত করছে।এতে শহরের পরিবেশ দিন দিন বিনষ্ট হচ্ছে। এজন্য নগর কৃষির দিকে আমাদের যেতে হবে। এর মাধ্যমে কিছুটা হলেও পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে।’

তিনি আরো বলেন, শহরে ইট-কাঠের ভবনের বদলে দ্রুতই বৃদ্ধি পাচ্ছে ইস্পাতের কাঠামো ও কাঁচে মোড়ানো বহুতল ভবন। এর ফলে নির্দিষ্ট এলাকার তাপমাত্রা আশপাশের এলাকার তুলনায় বেড়ে যাচ্ছে  এবং শহরজুড়ে তৈরি হচ্ছে অসংখ্য হিট আইল্যান্ড বা তাপ দ্বীপ। এমন প্রেক্ষাপটে নগরকে পরিকল্পিত আকারে গড়ে তুলতে হবে। আর তাই নির্মল বাতাস, তাপমাত্রা প্রশমনের জন্য ছাদে বাগান অত্যাবশ্যক হয়ে পড়েছে।’

ছাদবাগান/ ছাদকৃষি বিষয়ক মুক্ত আলোচনা

ছাদ কৃষির গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে প্রধান আলোচক আরো বলেন,’ ছাদকৃষির মাধ্যমে যেমন তাজা, বিষমুক্ত, উন্নত স্বাদ, নির্মল বিনোদন পাওয়া যায় তেমনি পারিবারিক পুষ্টি চাহিদা মেটানো সম্ভব হয়। আর সে কারনেই টবের মাধ্যমে ছাদ চাষাবাদ জরুরি হয়ে পড়েছে।’

প্রধান আলোচক কৃষিবিদ নূরুল হুদা আল মামুন -তার তথ্যবহুল আলোচনা শেষে অংশগ্রহণকারীদের ছাদবাগান/ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন প্রশ্নের সমাধান দেন এবং সেই সাথে আগত অংশগ্রহণকারীরা আমন্ত্রিত নিজেদের চমৎকার অভিজ্ঞতা বর্ননা করেন।

উল্লেখ্য, এসএএসডি’র নির্বাহী পরিচালক রাশেদ শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাদ কৃষি বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠানে ছাদবাগানে আগ্রহী প্রায় শতাধিক অংশগ্রহণকারীদের আলোচনায় অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে। অংশগ্রহণকারীরা ছাদকৃষির উপর আগামীতে আরো বেশি বেশি সেমিনার ও প্রশিক্ষণের আহবান জানান। মিথিলা উপস্থাপনায় সুশৃংখল অনুষ্ঠানের শেষে সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক জনাব রাশেদ শিমু্ল আগত সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে ছাদকৃষির উপর হাতেকলমে প্রশিক্ষন দেওয়া হবে মর্মে সবাইকে অবহিত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *