জাতীয় শুদ্ধাচার কৌশল’ বিষয়ে সিভাসু’র কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাতীয় শুদ্ধাচার কৌশল

কৃষি সংবাদ ডেস্ক:

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কর্মকর্তাদের জন্য ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সিভাসু’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর
ড. মোহাম্মদ নূরুল আবছার খান এবং ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ^াস।

সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গউজ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ও আইকিউএসি’র
অতিরিক্ত পরিচালক ড. মো: কাউছার-উল-আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার অদিতি দে মৌ। ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ বিষয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম ও আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম-এর উপপরিচালক মনোয়ারা বেগম। প্রশিক্ষণ কর্মশালায় ৮৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *