ঝালকাঠিতে পরিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করলেন কৃষি সচিব

পরিবারিক পুষ্টি বাগান

পরিবারিক পুষ্টি বাগান
নাহিদ বিন রফিক (বরিশাল):

পরিবারিক পুষ্টি বাগান:কৃষি সচিব মো. নাসিরুজ্জামান আজ ঝালকাঠির নলছিটিতে পুষ্টি বাগান পরিদর্শন করেন। এ সময় কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিকরণে পারিবারিক পুষ্টি বাগান রাখবে অনন্য ভূমিকা। এজন্য সঠিক পরিকল্পনার প্রয়োজন। প্রতি বেডে আলাদা শাকসবজি থাকবে। চাষাবাদ হবে মৌসুমভিত্তিক। জাত নির্বাচন যেন উচ্চফলনশীল হয়। সে সাথে দরকার যতœ-আত্তি এবং রোগপোকা দমন। এ সব ব্যবস্থাপনা হতে হবে নিরাপদ উপায়ে।

এগুলো অনুসরণ করলে বাগানে উৎপাদিত সবজি হবে আশানুরূপ। আর পাওয়া যাবে সারাবছর। এতে আপনাদের পারিবারিক চাহিদা পূরণ হবে। বাড়তি অংশ বিক্রি করে মিলবে নগদ অর্থ। তিনি উপজেলার বেশ ক’টি বাগান ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। তার সফরসঙ্গি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন, জেলা প্রশাসক মো. জোহর আলী, উপপরিচালক মো. ফজলুল হক, জেলা প্রশিক্ষণ অফিসার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস, মো. খায়রুল ইসলাম মল্লিক, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, নলছিটির উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, সদরের উপজেলা কৃষি অফিসার মো. রিফাত সিকদার প্রমুখ। পরে তিনি ঝালকাঠি সদরে স্থাপিত দু’টি সবজি বাগান পরিদর্শন করেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *