ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাবিপ্রবি’তে আলোচনা সভা

ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী

ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী : গতকাল ৯ মে ২০১৯ তারিখ দিনাজপুরস্থ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেতাবিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হকের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. শাহাদৎ হোসেন খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. ফাহিমা খানম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মকর্তাদের পক্ষে কৃষিবিদ ফেরদৌস আলম, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার নেতা মমিনুল হক রাব্বি ও রিয়াদ খান এবং কর্মচারীদের পক্ষে মো. আব্দুর রহিম প্রমূখ। এছ্ড়াা, ড. এম এ ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য জীবনী নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, ড ওয়াজেদ মিয়া ছিলেন উত্তরবঙ্গের কৃতি সন্তান। শৈশব থেকে তিনি ছিলেন অসাধারণ মেধার অধিকারী। তিনি সকল প্রকার লোভ লালসার উর্ধ্বে থেকে অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে তাঁর পেশাগত দায়িত্ব পালন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী হওয়া সত্ত্বেও ক্ষমতার লোভ তাঁকে কখনও স্পর্স করেনি। এছাড়া, বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ড. এম এ ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *