Site icon

তালতলীর বড়বগীতে আলু ও সূর্যমুখীর বল্ক পরিদর্শন ও কৃষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কৃষক মতবিনিময় সভা

dav

কৃষক মতবিনিময় সভা

মোঃ হাফিজুর রহমান, বরগুনা প্রতিনিধি ঃ

কৃষক মতবিনিময় সভা ঃ তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামে আলু ও সূর্যমুখী ব্লক পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলিমুজ্জামান মিয়া পরিচালক শস্য উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকাবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম বদরুল আলম অতিরিক্ত উপ-পরিচালক শস্য খামার বাড়ি বরগুনাসভাপতি মোঃ আরিফুর রহমান উপজেলা কৃষি অফিসার তালতলী আরো ছিলেন এসি অং এস এপিপি ও  উপজেলা কৃষি অফিস তালতলী
সকাল দশটায় উপজেলা কৃষি কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সওদাগর পাড়া গ্রামের মোঃ শাহাদাত মাতুব্বর, আলতাফ মোল্লা, মাসুম বিল্লাহ, জয়নুল ইসলামের  আলু   ও সূর্যমুখী ব্রিধান ১০ এর ব্লক পরিদর্শন করেন সবার শুরুতে৷ এলাকার সমাজ সেবক ডঃ আব্দুল গনী তাদের কাছে দাবি জানান কৃষক অশিক্ষিত আমাদের আরো প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আমাদের পানি সমস্যা রয়েছে স্থানীয় সফল কৃষক শাহাদাত মাতুব্বর বলেন আমরা সব সময় আমাদের পাশে কৃষি অফিসার দের পেয়েছি তাদের পরামর্শে আমরা খুশি এ বছর সরকারি ভাবে আলু সূর্যমুখীর বীজ, সার পেয়েছি।আলু ও সূর্যমুখীর ভালো ফলন হবে তিনি বলেন আলু ১৫ শতক ও সূর্যমুখী দুই বিঘা জমিতেচাষ করেছি,ফসল ঘরে  তোলার পর বোঝা যাবে লাভ ক্ষতি। তবে আশা রাখি লাভবান হবো। তিনি তাদের কাছে বলেন আমাদের এলাকায় বিভিন্ন সময় দুর্যোগের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয় আমরা সর্বস্বহারা হয়ে যাই আমরা সরকারি সহযোগিতা চাই।কৃষি অফিসার জনাব আরিফুর রহমান  বলেন তালতলী উপজেলার বড়বাগী ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামের সকল কৃষক কৃষির উপর নির্ভরশীল আমি অত্যন্ত খুশি এখানের সবজি তালতলী উপজেলার বাহিরে বরগুনা পটুয়াখালী গলাচিপা বরিশাল সহ বিভিন্ন এলাকায় রপ্তানি হয় যার ফলে সবজির চাহিদা মেটানো যাচ্ছ
ঊর্ধ্বতন পরিচালক জনাব আলিমুজ্জামান মিয়া সকল কৃষকের সমস্যা দূর করার আশ্বাস দেন তিনি সকলকে কৃষি অফিস মুখি হবার আহ্বান জানান
এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কৃষকদের কাছে গিয়ে আলু ও সূর্যমুখীর ফলন বৃদ্ধি করতে পরামর্শ দিয়ে যাচ্ছে। আগামীতেও আলু ও সূর্যমুখীর বেশি উৎপাদনের জন্য কৃষকদের নিয়ে উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। 

Exit mobile version