Site icon

দিনব্যাপী হাবিপ্রবি রোভার স্কাউটস এর নিরাপদ সড়ক  সচেতনতা কর্মসূচি

হাবিপ্রবি রোভার স্কাউটস হাবিপ্রবি প্রতিনিধিঃ

হাবিপ্রবি রোভার স্কাউটস ঃদেশব্যাপী  সেপ্টেম্বর  জুড়ে  সড়ক নিরাপত্তার  বিষয়ে  জনগণের মাঝে  সচেতনতা সৃষ্টির মাধ্যমে দূর্ঘটনা হ্রাস ও সড়কে শৃংখলা নিশ্চিত করণ কর্মসুচির অংশ হিসেবে আজ দিনব্যাপী কাজ করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  রোভারগণ।

দিনব্যাপি কর্মসূচি অংশ হিসেবে শনিবার(২১ সেপ্টেম্বর) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন দিনাজপুর –রংপুর মহাসড়কের দুপাশে হাবিপ্রবি স্কাউটস গ্রুপের ৩০ জন সদস্য ও দিনাজপুর জেলা পুলিশের কয়েকজন সদস্য অবস্থান নেয় ।এসময় তাঁরা অননুমোদিত ,ত্রুটিপূর্ন যানবাহন,লাইসেন্সবিহীন গাড়ী,অনভিজ্ঞ চালকদের পাশাপাশি পথচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে “ট্রাফিক আইন মেনে চলি,নিরাপদ সড়ক গড়ি”গাড়িতে অতিরিক্ত যাত্রী বা মালামাল তুলবেন না,যত্রত্ত্র গাড়ী ওঠানামা করাবেন না”দৌড়ে রাস্তা পার হবেন না”মোটর সাইকেলে হেলমেট ছাড়া এবং তিনজন আরোহন করবেন না”চলন্ত গাড়িতে ওঠানামা করবেন না ইত্যাদি লিখা সম্বলিত বিভিন্ন সচেতনতা মূলক প্লাকার্ড প্রদর্শন করেন ।এরপর পুলিশ সদস্যদের সাথে রোভারগন বাস,ট্রাক,মটোর বাইক চালকদের ড্রাভিং লাইসেন্স ও গাড়ীর বৈধ্যতা যাচাই করেন এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য  অনুরোধ জানান। চলতি পথে জাতীয় সংসদের হুইপ জনাব ইকবালুর রহিম (এম.পি) রোভারদের কার্যক্রম দেখে খুশি হয়ে  গাড়ী থেকে নেমে রোভারদের সাথে মতামত আদান প্রদান করেন এবং  রোভারদের  মহতী কাজের ভূয়সী প্রশংসা করেন।

নিরাপদ সড়ক সচেতনতার বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর(টি আই৩) শাহ আলম এর সাথে কথা বললে তিনি জানান,দেশব্যাপী সড়ক নিরাপত্তার বিষয়ে জনগণের মাঝেসচেতনতা সৃষ্টির মাধ্যমে দূর্ঘটনা হ্রাস ও সড়কে শৃংখলা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ ।আইন শৃংখলা বাহিনীর সদস্য হিসেবে আমাদের এটা নৈতিক দায়িত্ব ।শুধু এখানে নয় সপ্তাহের প্রতি শনিবার আমরা দিনাজপুর জেলা শহরের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত আমরা অননুমোদিত ,ত্রুটিপূর্ন যানবাহন,লাইসেন্সবিহীন গাড়ী,অনভিজ্ঞ চালকদের পাশাপাশি পথচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে  কাজ করে যাচ্ছি ।এর ফলে দিনাজপুর এখন প্রায় ৬০ শতাংশ ড্রাইভার ও  যানবাহনের লাইসেন্স বৃদ্ধি পেয়েছে ।আশা করি আমরা খুব তাড়াতাড়ি শতভাগ পুর্ন করতে পারব ।

হাবিপ্রবি রোভার স্কাউটস গ্রুপের  প্রতিনিধি  হাসান-উজ-জামান বান্না জানান,সারাদেশ ব্যাপী নিরাপদ সড়ক সচেতনতায় ১৭ লাখ রোভার স্কাউটস এর সদস্য  কাজ করছে। কাজের জন্য গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) এর একটি নির্দেশনা  আমরা বিশ্ববিদ্যালয় থেকে  পেয়েছি ।সে নিমিত্তেই আমরা কাজ করে যাচ্ছি ।

Exit mobile version