Site icon

দেশে শস্য নিবিড়তা আরো বাড়ানো দরকার

শস্য নিবিড়তা

নাহিদ বিন রফিক ( বরিশাল):

শস্য নিবিড়তা আরো বাড়ানো দরকার। সে সাথে প্রয়োজন ক্রপিং প্যাটানকে যুগোপযোগী করা। বরিশালের মাটি উর্বর। এখানে প্রায় সব ফসলের চাষযোগ্য। তাই স্বাস্থ্যবিধি মেনে এ অঞ্চলের কৃষিকে এগিয়ে নিতে হবে। আজ বরিশালের ব্রি সম্মেলন কক্ষে বরিশাল,পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় ডিএইর অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন এসব কথা বলেন। 

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার বিনয় কৃষ্ণ দেবনাথ এবং প্রকল্প পরিচালক জাহিদুল আলম।

উপপ্রকল্প পরিচালক মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. মো. মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, ভোলার অতিরিক্ত উপপরিচালক মো. রাশেদ হাসনাত, বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোসাম্মৎ মরিয়ম প্রমুখ। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Exit mobile version