Site icon

নকলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কৃষি বিভাগের উঠান বৈঠক

উঠান বৈঠক

উঠান বৈঠক
মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কৃষি বিভাগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের উত্তর বাছুর আলগা গ্রামে ও বানেশ্বরদী ইউনিয়নের বাউসা কবুতরমারী গ্রামে আলাদাভাবে দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।


উভয় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর খামার বাড়ির উপপরিচালক ড. মোহিত কুমার দে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. গোলাম রাসূল, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ সুলতান আহাম্মেদ প্রমুখ।


নভেল করোনা ভাইরাস সংক্রমণ, প্রতিরোধ ও প্রাদুর্ভাব জনিত কারণে সরকার ঘোষিত দেশব্যাপী সাধারণ ছুটি কালীন সময়ে দেশের অনেক এলাকা অবরুদ্ধ অবস্থায় আছে, এমতাবস্থায় যাতে খাদ্য উৎপাদন ব্যাহত না হয় তথা বর্তমান প্রেক্ষাপটে দেশের কৃষি অর্থনীতির চাকা সচল থাকে সেদিকে সকলকে সচেতন হতে পরামর্শ দেন বক্তারা। তাঁরা বলেন, কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাম্প্রতিক কালে যে নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়ন করতে তথা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষি কর্মকর্তাদের নির্ভয়ে নিজ কর্মস্থলে কাজ করতে হবে। করোনা ভাইরাসের বিষয়ে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকতে এবং কৃষকদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার পরামর্শ দেন তাঁরা। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশিত প্রতি ইঞ্চি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আউশ আবাদ ও সবজির আবাদ বৃদ্ধির লক্ষ্যে সকলকে একযুগে কাজ করার পরামর্শদেন বক্তারা। তাছাড়া সকল আবাদি জমিসহ বাড়ির আঙ্গিনার আবাদ যোগ্য অনাবাদী জমিতে ফসল ফলানোর জন্য উৎসাহ প্রদান এবং চলতি বোরো মৌসুমের ধান কাটা, মাড়াই, সংরক্ষণ ও বোরো ধানের ব্যবস্থাপনা বিষয়ে মাঠ পর্যায়ে কৃষকদের বাড়ি বাড়ি ঘুরে পরামর্শ দিতে সকল উপসহকারী কৃষি অফিসারদের পরামর্শ দেওয়া হয়।


বাউসা কবুতরমারী গ্রামের কৃষাণী পারুল বেগমের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে এ ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসার (এসএএও) আসাদুল হক বাবু, এসএএও আশরাফুল আলমসহ স্থানীয় কৃষক কৃষাণী এবং বাছুর আলগা গ্রামের মাহাবুবুল আলম রানার বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে ওই ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসার (এসএএও) মশিউর রহামন, এসএএও আব্দুল মোতালেবসহ স্থানীয় কৃষক কৃষাণীরা সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।

Exit mobile version