Site icon

নকলায় একযোগে ২৮ ব্লকে আলোক ফাঁদ স্থাপন

আলোক ফাঁদ স্থাপন
মো. মোশারফ হোসেন, শেরপুর :

আলোক ফাঁদ স্থাপন : রোপা আমন ধানের ক্ষেতে পোকামাকড়ের উপস্থিতি নির্ণয়ের জন্য শেরপুরের নকলায় একযোগে ২৮ ব্লকে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের বিশেষ উদ্যোগে বুধবার সন্ধ্যায় একযোগে ওইসব ফাঁদ স্থাপন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ হুমায়ূন কবীর জানান, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আসাদুল্লাহর বিশেষ নির্দেশনায় এই কার্যক্রম বাস্তবায়ন করে জেলা ও উপজেলা কৃষি অফিস। তার অংশ হিসেবে নকলা উপজেলার বানেশ্বরদী ব্লকের মোজারকান্দা এলাকায় উর্ধ্বতন কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে আলোক ফাঁদ স্থাপন করা হয়।

ওই আলোক ফাঁদ স্থাপন অনুষ্ঠানে শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক (ডিডি) কৃষিবিদ আশরাফ উদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক (এডিডি পিপি) কৃষিবিদ আবদুর সাত্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ূন কবীরসহ বিভিন্ন কৃষি কর্মকর্তা, কৃষক প্রশিক্ষক, স্থানীয় কৃষক-কৃষানিগন উপস্থিত ছিলেন। পরে কৃষি কর্মকর্তাগন সাংবাদিক, উপস্থিতি ও কৃষকদের জানান যে, মাঠে অবস্থিত তথা নকলায় চলমান আমন ধানের ক্ষেতে ক্ষতিকর পোকামাকড়ের তেমন উপস্থিতি পাওয়া যায়নি।

উল্লেখ্য, ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ সদর, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর এই চার জেলায় একযোগে একহাজার ৮৪ টি ব্লকে আলোক ফাঁদ স্থাপন করা হয়। তার মধ্যে শেরপুর জেলাধীন ৫ উপজেলার আওতায় ১৬০ কৃষি ব্লকে বুধবার সন্ধ্যায় একযোগে ওই আলোক ফাঁদ স্থাপন করে ক্ষতিকর পোকার উপস্থিতির পরিমাণ নির্ণয় করা হয়েছে।

Exit mobile version