মো. মোশারফ হোসেন, শেরপুর প্রতিনিধি:
সার সুপারিশ কার্ড বিতরণ ঃ শেরপুরের নকলায় মৃত্তিকা নমুনা সংগ্রহ ও পরীক্ষার ভিত্তিতে উপজেলার কৃষকের মাঝে সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে।
২৪ ডিসেম্বর সোমবার দুপুরে বিআরডিবি মিলনায়তনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার জামালপুর’র আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ৫০ জন কৃষকের মাঝে ওই কার্ড বিতরণ করা হয়।
শেরপুর খামার বাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার জামালপুরের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরুল হুদা আল মামুনের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক বিধান কুমার ভান্ডার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর কৃষি উৎপাদন সহায়ক প্রকল্পের পরিচালক লিয়াকত হোসেন, মৃত্তিকা পরীক্ষা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মহিউদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখন। এসময় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন এলাবার কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।