Site icon

বেকার সমস্যা সমাধানের সহজ উপায়: উন্নত নাগিনী জাত‌ের হাঁস পালন

  1. মো: বিপুল মিয়া:
    নাগিনী জাত‌ের হাঁস পালন

 

 

ব্যবসায় আগ্রহী সকল ভাই ও বোন দের কে সালাম।
উন্নত নাগিনী জাতের ৫০০শত, হাঁসের বাচ্ছা পালন করে মাসে আয় করুন ৩৫,০০০/-থেকে ৪০,০০০/- হাজার টাকা।
কেন হাঁস পালন করবেন?
০১. উৎপাদন খরচের তুলনায় হাঁসের ডিমের দাম ও চাহিদা বেশী।
০২. অন্যান্য সকল পশু পাখি পালনের তুলনায় হাঁস পালন খরচ অনেক কম।
০৩. হাঁস সাধারনত ক্ষেত খামার, খাল বিল থেকে খাবার গ্রহন করে বিদায় খাবার খরচ কম লাগে।
০৪. হাঁসের ঘর অল্প করচে তৈরি করা য়ায় ( কাঠ বাশ, টিন এমন কি ছন দিয়েও ঘর তৈরি করা য়ায়।
০৫. হাঁস পালনে লোক বল কম লাগে, অন্য কাজের পাশা পাশি অথবা পড়াশোনার পাশাপাশি হাঁস পালন করা যায়।
কোন জাতের হাঁস পালনে লাভ বেশী?
বাংলাদেশে বিভিন্ন জাতের হাস রয়েছে, যেমন: নাগিনী ,ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্পেবেল এছাড়া আরো দেশি জাতের বিভিন্ন হাঁস রয়েছে।
নাগিনী : এই জাতের হাঁস সবসময় খাল বিল নদীতে তাকে ও খাবার সংগ্রহ করে, তাই বাজার থেকে রেডি ফিড খুব কম কেনা লাগে।খাবার কেনা কম লাগে এবং এগুলো বছরে প্রায় ২৮০-৩২০ টি ডিম দেয় বলে এই জাতের হাঁস পালনই বর্তমানে বাংলাদেশে সবচেয়ে লাভজনক।
হাঁসের বাচ্ছা কোথায় পাবেন ?
বাংলাদেশে হাঁসের বাচ্ছা উৎপাদন করে এমন হ্যাচারী তেমন খুব একটা নেই।
ইদানিং ময়মনসিংহের কিশোরগন্জে কিছু হ্যাচারী গড়ে উঠেছে।
এমনই একটি হ্যাচারীর ঠিকানা দেওয়া হল, আমার জানা মতে তারা সারা বাংলাদেশে অত্যন্ত যত্ন সহকারে বাচ্ছা সরবরাহ করে থাকে। এবং বাচ্ছা পালনের সার্বিক সহায়তা করে থাকে। যেমন- বাচ্ছার টিকা ও বিভিন্ন রোগ প্রতিরোধের সার্বিক গাইড লাইন দিয়ে থাকে।

#হাঁসের বাচ্ছার দামঃ
০১.হাঁসা এবং হাঁসি গড় বাচ্ছার দাম (যেখানে ৫৫% হাঁসি এবং ৪৫% হাঁসা থাকে, কম বেশী হতে পারে) ০১/২ দিনের বাচ্ছা প্রতি পিছ = ২৫ টাকা
০২. শুধু হাঁসি ০১/২ দিনের বাচ্ছা প্রতি পিছ( মেয়ে বাচ্ছা) = ৩২ টাকা
০৩. শুধু হাঁসা ০১/২ দিনের বাচ্ছা প্রতি পিছ (পুরূষ বাচ্ছা) = ২২ টাকা
বিঃদ্রঃ পরিবহন খরচ ক্রেতার যোগাতে হবে। সারা বাংলাদেশে ডেলিবারি দেওয়া হয়। নুনতম অর্ডার করতে হয় ২৫০ পিছ এবং সর্বোচ্ছ ৫,০০০ পিছ।বাচ্ছা ১,০০০ হাজার এবং এর নিচে হলে নুনতম তিন দিন এবং এর উপরে হলে ০৭ দিন আগে অর্ডার কনর্ফাম করতে হবে।
প্রয়োজনেঃ ০১৭১২-৮৯৭০৫৪
অথবাঃ ০১৮৫৫৫৭৯৯৯৭

সৌজন্য‌ে:  বিপ্লব ডাক হ্যাচারী

Exit mobile version