Site icon

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় কৃষিবিদ দিবস উদযাপন

কৃষিবিদ দিবস

কৃষিবিদ দিবস
পবিপ্রবি প্রতিনিধি :

“বঙ্গবন্ধু’র অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) কৃষিবিদ দিবস-২০২০ উদযাপন হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুনর রশীদ। সকাল ১০টায় একাডেমিক ভবন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে ক্যাম্পাস ও দুমকি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসি ভবনে এসে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুনর রশীদ। পরে টিএসসি ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি অনুষদের অধ্যাপক ড. মোঃ ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুনর রশীদ প্রধান অতিথি’র বক্তৃতা করেন। অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী বিশেষ অতিথি ছিলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন, প্রক্টর অধ্যাপক ড. আবুল কাশেম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, অধ্যাপক ড. লোকমান আলী, সহকারি রেজিস্ট্রার ওয়াজ কুরুনি, ও শিক্ষার্থী জয়ন্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ও সহকারি অধ্যাপক ড. আনোয়ার হোসেন মন্ডল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পবিপ্রবির বহিঃস্থ ক্যাম্পাস বরিশালেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে কৃষিবিদ দিবস।

Exit mobile version