পবিপ্রবিতে সমন্বিত ভর্তি পরিক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন সংগঠন

পবিপ্রবিতে সমন্বিত ভর্তি

পবিপ্রবিতে সমন্বিত ভর্তি
মো. ইমরুল কায়েস,পবিপ্রবিঃ
পবিপ্রবিতে সমন্বিত ভর্তি ঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ৩০শে নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে কৃষি সম্পর্কিত সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরিক্ষা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতার জন্য বসানো হয়েছে হেল্প ডেক্স। যেকোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় তৎপর ছিল বিশ্ববিদ্যা্লয়ের নিরাপত্তাকর্মীসহ আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়াও শিক্ষার্থীদের সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যা্লয়ের রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন জেলা সমিতি।

বিশ^বিদ্যালয়ের প্রথম গেট থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত বসানো হয়েছে স্টল। নিজ জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে দিক নির্দেশনাসহ আবাসনের ব্যাবস্থা করেছে জেলা সমিতিগুলো। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোও তাদের পরিচিতি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা সহ আবাসিক হলে থাকার ব্যাবস্থাও করেছে। বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ভতিচ্ছু শিক্ষার্থীদের ফ্রি খাওয়ার ব্যাবস্থা করেছে আবাসিক হলটির শিক্ষার্থীরা।

হলের সাধারন শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগের সহযোগিতায় এ ব্যাবস্থা করা হয়। এব্যাপারে হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান বলেন, এবছর আমরা ৫০০ শিক্ষার্থীদের ফ্রি খাওয়ার ব্যাবস্থা করেছি হলের শিক্ষার্থী এবং ছাত্রলীগের সহযোগিতায়। আমরা পরের বছর থেকে পবিপ্রবিতে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের ফ্রি থাকা ও খাওয়ার ব্যাবস্থা করবো।

পবিপ্রবিতে সুষ্ঠভাবে সমন্বিত ভর্তি পরিক্ষা সম্পন্ন অর্ধেক শিক্ষার্থী অনুপস্থিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) সুষ্ঠভাবে কৃষি সম্পর্কিত সাতটি পাবলিক বিশ^বিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল ৩০ শে ডিসেম্বর বিশ^বিদ্যালয়ের মধ্যে এ ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ১ ঘন্টার এমসিকউ পদ্ধতিতে এ পরিক্ষা হয়। এসময় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুনর রশিদ, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মাদ আলী, ইউজিসির সদস্য, ভর্তি কমিটির আহবায়ক সহ অনেকে ভর্তি পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। পবিপ্রবিতে মোট ভর্তি পরিক্ষার্থী ছিল চার হাজার কিন্ত তার মধ্যে অনুপস্থিতির সংখ্যা ছিল প্রায় অর্ধেক। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য সদা তৎপর ছিল বিশ^বিদ্যালয় প্রশাসন। অতিরিক্ত নিরাপত্তা হিসেবে বিশ্ববিদ্যালয় এলাকায় ভর্তি পরিক্ষা চলাকালীন সময়ে নেটওয়ার্ক সিস্টেম বন্ধ রাখে। যার ফলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে সমন্বিত ভর্তি পরিক্ষা। শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠনগুলোর ছিল হেল্প ডেস্ক। দেশে এ বছরই প্রথম কৃষি সম্পর্কিত ভর্তি পরিক্ষা সম্পন্ন হয়। এবছর ভর্তি পরিক্ষার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *