Site icon

পবিপ্রবি মাৎস্যবিজ্ঞান অনুষদের ১ যুগ পূর্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা

পবিপ্রবি মাৎস্যবিজ্ঞান

পবিপ্রবি মাৎস্যবিজ্ঞান
পবিপ্রবি প্রতিনিধিঃ
পবিপ্রবি মাৎস্যবিজ্ঞান ঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ১২ বছর পূর্তি উপলক্ষে অনুষদের আয়োজনে দিনব্যাপী একযুগ পূর্তি উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার মাৎস্যবিজ্ঞান অনুষদ প্রাঙ্গন ও শিক্ষক মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানে অনুষদের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন। সকাল ১০টায় কেক কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন উপচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে ১ যুগ পূর্তির স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। সকাল ১১ টায় শিক্ষক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মাদ আলী।
অনুষদের ডিন অধ্যাপক ড. মো. লোকমান আলীর সভাপতিত্বে এবং অনুষদের শিক্ষক ড. সাজেদুল হক এবং ড. কানিজ রুকসানা সুমির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী আকন্দ, ভূমি ব্যাবস্থাপনা ও প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্নেন্দু বিশ^াস, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাহাবুব রব্বানী সহ অনুষদের শিক্ষার্থীরা
বিকেলে শিক্ষার্থীদের বিনোদনমূলক খেলাধূলার আয়োজন করা হয় এবং অনুষদের অ্যালামনাই এসোসিয়েশন গঠন করা হয়। সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহনে ব্যান্ড দল ‘ব্যাকস্টেজে’র পরিবেশনার মধ্য্য দিয়ে শেষ হয় দিনব্যাপী অনুষ্ঠান।
অনুষ্ঠানে যোগ দিতে অনুষদের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান মাসাবা এসেছেন জার্মানী থেকে। জানতে চাইলে তিনি বলেন, ফিসারিজ ফ্যাকাল্টির প্রতি টান অন্য রকম।এইটা আমার কাছে শুধু একটা ফ্যাকাল্টি না একটা পরিবারের মত। আমার মনে হইছিল আমি যদি অংশগ্রহন না করতে পারি তাহলে এই আফসোস হয়তো সারা জীবন থেকে যাবে। কারন একসাথে আমার সব প্রিয় শিক্ষক, বন্ধু-বান্ধব, সিনিয়র, জুনিয়রের আর দেখা হবে না। আমি খুব আনন্দিত আমার প্রিয় সব মানুষদের মধ্যে উপস্থিত থাকতে পেরে।

Exit mobile version