Site icon

পাবিপ্রবি’র মাৎস্যবিজ্ঞান অনুষদের র‍্যাগডে পালন

পাবিপ্রবি'র মাৎস্যবিজ্ঞান

পাবিপ্রবি’র মাৎস্যবিজ্ঞান

পবিপ্রবি প্রতিনিধি:

পাবিপ্রবি’র মাৎস্যবিজ্ঞান :পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের নবম ব্যাচের র‍্যাগডে পালিত হয়েছে। ২১ নভেম্বর সোমবার সকাল ৯ টায় অনুষদের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাৎস্যবিজ্ঞান অনুষদের সামনে এসে শেষ হয়।

পরে অনুষদের ডিন অধ্যাপক ড. লোকমান আলী কেক কাটার মাধ্যমে প্রোগ্রামের উদ্বোধন করেন। এসময় অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরাকালার ফেস্টে অংশগ্রহণ করেন সেখানে শিক্ষার্থীরা একে অপরকে রং দিয়ে রাঙ্গিয়ে দেয়।স্মৃতি হিসেবে টি-শার্টের গায়ে বিভিন্ন ধরনের কথা লিখে দেন একে অপরকে।পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন হল ঘুরে দেখে এবং প্রশাসনিক ভবনের সামনে ফ্লাশমব করে। প্রোগ্রামের অংশ হিসেবে দুপুরে খাবার বিতরন করা হয়। সন্ধ্যায় ক্রেস্ট বিতরন ও রাতে ফানুস উড়ানো হয়।

Exit mobile version