Site icon

প্রজ্ঞাপনজারী ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে হাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

হাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

আব্দুল মান্নান, হাবিপ্রবিঃ

হাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের  টিএসসি হতে   কোটা সংস্কারের আন্দোলনে গ্রেফাতারকৃত নিরপরাধ শিক্ষার্থীদের মুক্তি,নিরাপদ ক্যাম্পাস ও সাধারণ শিক্ষার্থীদের উপর  হামলার বিচারের  দাবী সহ কোটা পদ্ধতি বাতিলের প্রজ্ঞাপন জারীর দাবীতে কালো ব্যাজ ধারন করে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন,প্রশাসনিক ভবন ও রংপুর-দিনাজপুর মহাসড়ক প্রদক্ষিন করে পুনরায় টিএসসিতে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা “আমার ভাই জেলে কেন ,প্রশাসন জবাব চাই- জবাব চাই” “হামলাকারীর কাল হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও”নুরু ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবনা”রক্ত লাগলে আরও রক্ত দিবো তবুও বৈষম্য মানব না”অন্যায় ভাবে আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না” সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে ।

 

সংক্ষিপ্ত সমাবেশে এক শিক্ষার্থী বলেন, আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন  করে আসছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা মেনে নিয়ে সংসদে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা করেন । এরপর দীর্ঘদিন পার হয়ে গেলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় ছাত্রসমাজ আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছে । তিনি ছাত্রদের দাবিকে মেনে নিয়ে, এখন যে কালক্ষেপণ করছেন তা সত্যিই অত্যান্ত দুঃখজনক । আমরা আশা করবো তিনি দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষায় ফিরে যাওয়ার সুযোগ করে দিবেন এবং আমাদের যে সকল ভাই বোনদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি প্রদানের ব্যবস্থা করবেন।

 

কোটা সংস্কার আন্দোলন হাবিপ্রবি শাখার আহবায়ক বলেন, কোটা সংস্কারের মত একটি যৌক্তিক আন্দোলন করতে গিয়ে আমাদের যেসব ভাই-বোনেরা হামলা-মামলার শিকার হয়েছে এবং হয়রানি মূলকভাবে যাদেরকে জেলে আটকে রাখা হয়েছে তাদের নিশর্ত মুক্তি দিয়ে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা এবং দ্রুত  ছাত্র সমাজের প্রাণের দাবী কোটাপ্রথা সংস্কার করে  ৫৬% থেকে ১০% এ নিয়ে আসার জন্য আমরা  কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে কালোব্যাজ ধারন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি।আজকের সমাবেশ হতে আমি  মাননীয় প্রধানমন্ত্রীর কাছে  আমাদের প্রানের দাবিকে মেনে নিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারী করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ।অন্যায়থায় শিক্ষার্থীরা  দাবী আদায় না হওয়া পর্যন্ত  আন্দোলন থেকে পিছপা হবে না বলেও  হুশিয়ারি দেন। এরপর সড়ক দুর্ঘটনায় নিহত রমিজ উদ্দিন ক্যান্টমেন্ট কলেজের  শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন  মাধ্যমে সমাবেশ শেষ করা হয় ।

Exit mobile version