মোঃ ইমরুল কায়েস, পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৭ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন। ২৬ ফেব্রুয়ারি বুধবার প্রধানমনন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) উদ্যোগে তাদের এই স্বর্ণপদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর স্বর্ণপদক ২০১৮ এর জন্য দেশের ৩৬টি বিশ^বিদ্যালয় থেকে মোট ১৭২ জন শিক্ষার্থীকে এ পুরষ্কার দেওয়া হয়। বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও বৃত্তি শাখার থেকে জানা যায় বিশ^বিদ্যালয়ের যে সব শিক্ষার্থী ২০১৮ সালে অনুষদ ভিত্তিক অসাধারন ফল ও প্রথম স্থান অর্জন করেছে তাদের নামের তালিকা ইউজিসির কার্যালয়ে পাঠানো হয়। পরবর্তিতে এই ৭ জনকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনিত করে ইউজিসি কতৃপক্ষ ।
উক্ত স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছেন কৃষি অনুষদের হাবিবা জান্নাত মীম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের মো. আতিকুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রান্ত সাহা, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের মো. আল ইমরান, দূর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শ্রাবণী সরকার ,পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের শারমিন আক্তার ও এ্যানিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শম্পা রানী। প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত পবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী প্রান্ত সাহা বলেন, সর্বপ্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি স্মৃষ্টিকর্তার প্রতি যার জন্য আজ আমি এই সম্মাননা অর্জনে সক্ষম হয়েছি। অর্জন সবসময়ই গৌরবের তবে দেশের প্রধানমন্ত্রীর হাতে পদক অবশ্যই আরো বেশি আনন্দের। এ পদক প্রাপ্তির পর আমার দায়িত্ব আরো বেড়ে গেল। আমার অর্জিত জ্ঞানকে দেশ ও জাতির কল্যানে কাজে লাগাতে চাই।