Site icon

বরিশালে ‘কৃষি তথ্য প্রযুক্তি ব্যবহার’ শীর্ষক সংবাদকর্মিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কৃষি তথ্য প্রযুক্তি ব্যবহার

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি তথ্য প্রযুক্তি ব্যবহার শীর্ষক দিনব্যাপি সংবাদকর্মিদের এক প্রশিক্ষণ গত ১৯ মে নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি তথ্য সার্ভিস আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খান।

তিনি বলেন, সাংবাদিক সমাজ গণমানুষের মুখপাত্র। কৃষি প্রযুক্তি বিস্তারের যাদের রয়েছে অনন্য ভূমিকা। ঘুর্ণিঝড় ফনির ক্ষয়-ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঝড় বাংলাদেশ আঘাত আনেনি। এর প্রভাব পড়েছে মাত্র। আল্লাহ আমাদের রক্ষা করেছেন। ধানের মূল্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফসলের উৎপাদন নিয়ে কৃষি বিভাগের কাজ। আমরা কৃষকদের পাশে আছি। কৃষি কাজে তাদের উৎসাহিত করতে সরকার সচেষ্ট।

উপপরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল অদুদ খানের সভাপতিত্বে কৃষি তথ্য প্রযুক্তি ব্যবহার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম এবং ডিএই আঞ্চলিক কার্যলয়ের উপপরিচালক মো. তাওফিকুল আলম। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা এস. এম. নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন।

প্রশিক্ষণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সদস্য অংশগ্রহণ করে।

Exit mobile version