Site icon

বরিশালে বিএডিসির সেমিনার অনুষ্ঠিত


নাহিদ বিন রফিক (বরিশাল):

বিএডিসির সেমিনার ঃবিএডিসির আয়োজনে টেকসই উন্নয়ন অভিষ্ট’র সাথে কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা ও করণীয় শীর্ষক দিনব্যাপি এক সেমিনার আজ নগরীর সি অ্যান্ড বি রোডস্থ প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন। তিনি বলেন, এখন আর না খেয়ে থাকার মানুষ নেই। তবে সুপ্ত ক্ষুধার পাশাপাশি দরকার নিরাপদ খাবারের নিশ্চিকরণ। আর তা বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয এবং এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করছে। তিনি আরো বলেন, এসডিজি হচ্ছে উন্নয়নের পথনির্দেশক। আমরা সে লক্ষে অবশ্যই পৌঁছবো।
সেমিনারে মূলপ্রবন্ধক ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি প্রধান এস. এম. ইমরুল হাসান। বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. তাওফিকুল আলম, বরিশালের উপপরিচালক হরিদাস শিকারী, ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, পিরোজপুরের উপপরিচালক আবু হেনা মো. জাফর, বিএডিসির যুগ্ম পরিচালক ড. মো. মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী প্রমুখ।
সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Exit mobile version