নাহিদ বিন রফিক (বরিশাল):
উপকূলীয় কৃষি উন্নয়ন শীর্ষক মতবিনিময় : আগামী পাঁচ বছরের মধ্যে দক্ষিণ বাংলা হবে কৃষিতে স্বর্গবাংলা। যদিও দক্ষিণাঞ্চল দুর্যোগ প্রবণ এলাকা। এখানকার মানুষ ঝড়-ঝঞ্ঝার মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করেন। অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও এ অঞ্চল যথেষ্ট সম্ভাবনাময়। এসব কথা ভেবে মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণ বাংলার প্রতি বিশেষ নজর দিয়েছেন। মানুষের উন্নয়নের জন্য এখানে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান আছে। তাঁর লক্ষ্য বরিশাল অঞ্চলকে স্বর্গ বানানো। গত ১৩ অক্টোবর বরগুনার আমতলি উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের কার্যক্রম ও প্রাকৃতিক দুর্যোগ প্রবণ বরিশাল অঞ্চলের উপকূলীয় কৃষি উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি মো. মকবুল হোসেন এম.পি. এসব কথা বলেন।
কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সমস্যার কথা শুনতে আমরা এসেছি। আর কী করলে আরো ভালো হবে। সে জন্য যা যা করণীয় তাই আমরা করব। তিনি বলেন, আপনারাই বলেছেন- শেখ হাসিনা আপনাদের সৌভাগ্য। এই সৌভাগ্যকে আপনাদের মাঝে টিকিয়ে রাখতে হবে। উপজেলা কৃষি অফিস আয়োজিত এ মতবিনিময় সভায় সম্মানিত অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্য মো. নজরুল ইসলাম বাবু এম.পি., মাননীয় সদস্য মো. মামুনুর রশীদ কিরণ এম.পি., মাননীয় সদস্য একেএম রেজাউল করিম তানসেন এম.পি., মাননীয় সদস্য মো. নুরুল ইসলাম ওমর এম.পি., মাননীয় সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এম.পি.।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) পরিচালক (সরেজমিন উইং) ড. মো. আব্দুল মুঈদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েৎ হুসেন, ডিএই; বরগুনার উপপরিচালক মো. সাইনুর আজম খান, উপজেলা চেয়ারম্যান জিএম দেলোয়ার, উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন, আমতলির পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা কৃষি অফিসার এসএম বদরুল আলম, কৃষক কামাল মোল্লা, কৃষাণী ফারজানা প্রমুখ। অনুষ্ঠানে কৃষকসহ ডিএই, কৃষি তথ্য সার্ভিস, বিএডিসি এবং ব্রির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।