Site icon

বর্ণাঢ্য আয়োজনে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি

কৃষিসংবাদ ডেস্কঃ

আজ ০৯ অক্টোবর, ২০১৭ তারিখে এক উৎসবমুখর পরিবেশে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় দিবসের বর্ণাঢ্য কর্মসূচীর মধ্যে আনন্দ র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, শহরের বিভন্ন রাস্তায় আলপনা ও ক্যাম্পাসে আলোকসজ্জার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সকাল ৯.০০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে মুক্ত আকাশে কবুতর ও বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্র্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ এবং এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এ বি এম রাশেদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, ট্রেজারার (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীগণ। বিশ্ববিদ্যালয়ের আনন্দ র‌্যালি ক্যাম্পাস প্রাঙ্গন থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়। এরপর অনুষ্ঠানের ২য় পর্যায়ে দুপুর ২.০০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক জনাব মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্র্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এ বি এম রাশেদুল হাসান। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সিইও জনাব মো. আফতাব আলী এবং পুলিশ সুপার জনাব টি এম মোজাহিদুল ইসলাম।

Exit mobile version