Site icon

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর

BAU Pic
আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি►
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেনির ভর্তি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ (৭ সেপ্টেম্বর) থেকে অনলাইনে ভর্তি ফরম পূরণের কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফরম পূরণের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সমষ্টিগতভাবে (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৯.০০ থাকতে হবে। আবেদনকারীদের মধ্যে থেকে মেধাক্রম অনুসারে মোট ১২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পাবেন। আবেদন কার্যক্রম চলবে আগামী ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের মোট আসন সংখ্যা ১২০০ টি। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) জানা যাবে।

এদিকে এ বছর আবেদন ফরমের মূল্য ১০০ টাকা বৃদ্ধি করে ৭০০ টাকা করার প্রতিবাদে এবং বর্ধিত ফি বাতিলের দাবিতে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাকৃবি প্রগতিশীল ছাত্রজোট।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম 

Exit mobile version