দীর্ঘদিন ত্রিশালে বন্ধ হয়ে যাওয়া মিল্কভিটা সেন্টার আবার চালু

মিল্কভিটা সেন্টার আবার চালু

কৃষি সংবাদ ডেস্কঃ

মিল্কভিটা সেন্টার আবার চালু

#বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশনের উদ্যোগে ময়মনসিংহের ত্রিশালে বন্ধ হয়ে যাওয়া মিল্কভিটা দুধ কালেকশন সেন্টার পুনরায় চালু। এতে প্রান্তিক পর্যায়ের খামারীরা উপকৃত হচ্ছে বলে খামারীরা দাবী করেন। বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশনের প্রচেস্টা ও ময়মনসিংহের ত্রিশালে খামারীদের একতাবদ্ধতা প্রমান করেছে খামারীরা একত্র হলে অনেক ভাল কিছু কাজ করা সম্ভব।

ত্রিশালে মিল্কভিটার দুধ কালেকশন সেন্টার এতকাল বন্ধ থাকার কারনে প্রান্তিক পর্যায়ের খামারীরা দুধ বিক্রি করতে পারতনা, নানাবিধ সমস্যার সম্মুখীন হতো। গত ১৫ ফেব্রুয়ারি থেকে পুনরায় এই কালেকশন সেন্টার চালু করাএবং খুব দ্রুত আরো ভাল জায়গায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হলো ত্রিশালের প্রান্তিক পর্যায়ের খামারীগন ও মিল্কভিটার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগনের উপস্থিতিতে ।

বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সার্বক্ষনিক যোগাযোগ, অনুরোধ এবং খামারীদের একত্রকরনই এই কাজকে সম্ভব করছে। দেশের দুগ্ধ ও মাংস সেক্টরের খামারীরা একত্র হয়ে দেশের জন্য আরো অনেক ভাল ভাল কাজ করে যাবে বলে স্থানীয় খামারীরা আশাবাদ ব্যক্ত করেন। এর পাশাপাশি খামারীরা বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন ময়মনসিংহ জেলার যুগ্ন-আহবায়ক সিব্বির হোসেন, আহবায়ক সদস্য নাইম সরকারকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *