Site icon

বাকৃবি’র উদ্ভিদ হাসপাতাল যেখানে চিকিৎসা হয় ফসলের

মো. শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধিবাকৃবি’র উদ্ভিদ হাসপাতাল

আমেরিকার প্রতিটি রাজ্যে কমপক্ষে একটি করে উদ্ভিদ হাসপাতাল রয়েছে যা কৃষি সম্প্রসারন বিশেষজ্ঞ ও কৃষকদের কারিগরি সহায়তা প্রদান করে থাকে। অথচ বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও এখানে উদ্ভিদের রোগ নিরাময়ে কোন ব্যবস্থা গড়ে উঠেনি। বাংলাদেশে তিন শতাধিক ফসল উদ্ভিদ রয়েছে। প্রায় ১২০০ রোগ, ১০০০ পোকা-মাকড় ও বেশ কিছু আগাছা এসব ফসলের প্রভূত ক্ষতি সাধন করে থাকে। ফসলের এই ক্ষতির পরিমান কোন কোন ক্ষেত্রে অত্যধিক। অনেক সময় প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়ে আমাদের দেশের কৃষকরা ।
সাধারণত ধরে নেওয়া হয়েছে রোগ বালাইয়ের জন্য মাঠ ফসলের ২৫-৩০% নষ্ট হয়। অংকের হিসেবে ক্ষতির পরিমান বছরে ১০০০-১২০০ মিলিয়ন আমেরিকান ডলার । কৃষকদের অজ্ঞতা এবং রোগ বালাই দমনের সঠিক ব্যবস্থা না থাকায় আমাদের এই বিশাল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে । তাই আমাদের দেশের অসহায় কৃষকদের সাহার্যার্থে ২০০৬ সালের ১ অক্টোবর দক্ষিন-পূর্ব এশিয়ার মধ্যে সর্বপ্রথম ইউএসডিএ-এর আর্থিক সহায়তায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যলয়ে (বাকৃবি) স্থাপিত হয় প্লান্ট ডিজিজ ক্লিনিক তথা উদ্ভিদের হাসপাতাল। যার প্রতিষ্ঠাতা আšতর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী ও ক্লিনিকটির পরিচালক বাকৃবির উদ্ভিদ রোগত্ত্ব বিভাগের শিক্ষক প্রফেসর ড. বাহাদুর মিঞা। এই উদ্ভিদ হাসপাতাল থেকে বাংলাদেশের কৃষকরা উদ্ভিদের (অর্নামেন্টাল, ফসল ও ঔষধি) রোগ সনাক্তকরন ও প্রেসক্রিপশন নেওয়ার সুবিধা পাচ্ছেন।

এ ক্লিনিকের প্রাথমিক কর্মসূচির মধ্যে রয়েছে সময়মত এবং সঠিক পদ্ধতিতে উদ্ভিদ রোগ নির্ণয়। পাশপাশি কৃষি কমকর্তা, শিক্ষার্থী, এবং কৃষকদের উন্নত প্রশিক্ষন এবং পরামর্শ প্রদান, নতুন নতুন রোগ নির্নয় এবং এদের নিয়ে গবেষণা, এসব রোগের নথি সংরক্ষন এবং আইপিএম (সমন্বিত বালাই ব্যবস্থাপনা) প্রযুক্তির সমন্বয়ে পোকামাকড় এবং রোগ-জীবানুর আক্রমন প্রতিরোধ করতে বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা দেওয়া। এর ফলে পোকামাকড়ের হাত থেকে রক্ষার মাধ্যমে এদেশ যেমন খাদ্যে সয়ংসম্পূর্ণতা লাভে সক্ষম হবে তেমনি প্রতি বছর শত শত কোটি টাকার ক্ষতির হাত থেকে রক্ষা পাবে আমাদের কৃষকেরা। প্লান্ট ডিজিজ ক্লিনিকে আমাদের দেশের কৃষকরা তাদের রোগাক্রাšত ফসল বা উদ্ভিদের নমুনা নিয়ে এসে পরীক্ষা করিয়ে উপযুক্ত চিকিৎসা লাভ করতে পারেন । ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি কৃষকদের বিনামূল্যে এ সেবা প্রদান করছে ।

Exit mobile version