নাহিদ বিন রফিক (বরিশাল):
কৃষক প্রশিক্ষণ ঃ ইউএসএআইডির অর্থায়নে আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্রের (সিমিট বাংলাদেশ) সিসা-এমআই প্রকল্প আয়োজিত সংরক্ষণশীল কৃষির ওপর দিনব্যাপি এক কৃষক প্রশিক্ষণ গত ০৭ মার্চ বাবুগঞ্জের মধ্য রাকুদিয়ায়স্থ কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষক ছিলেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা এস. এম. নাহিদ বিন রফিক, সিমিট বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপসহকারি কৃষি অফিসার মো. মজিবুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির (বিডিএস) ফিল্ড কো-অর্ডিনেটর মো. শামিম হোসেন।
প্রশিক্ষণে কৃষকদের সংরক্ষণশীল পদ্ধতিতে চাষাবাদের কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়। বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় এতে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মধ্য রাকুদিয়াস্থ কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) আইসিটিসমৃদ্ধ একটি কৃষক সংগঠন। বর্তমান সরকার এ জাতীয় প্রতিটি কৃষক সংগঠনে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, সাউন্ডসিস্টেম, জেনারেটর, ক্যামেরা, মোবাইলসহ অন্যান্য আইসিটি সামগ্রি বিনামূল্যে বিতরণ করে। বাংলাদেশে এ ধরনের ৪ শত ৯৯টি ক্লাব রয়েছে।