বারি’তে উদ্ভিদের টিস্যু কালচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

উদ্ভিদের টিস্যু কালচার

উদ্ভিদের টিস্যু কালচার

কৃষি সংবাদ ডেস্কঃ

উদ্ভিদের টিস্যু কালচার ঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর জীব প্রযুক্তি বিভাগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী উদ্ভিদের টিস্যু কালচার কৌশল বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা আজ ০৫ জানুয়ারি রবিবার জীব প্রযুক্তি বিভাগের সেমিনার কক্ষে শুরু হয়েছে। প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
সকালে বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিয়ারুদ্দীন, জীব প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদা খাতুন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুল হাসান, ড. কামরুন নাহার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ বলেন, দেশে টিস্যু কালচার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন ও উন্নয়ন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এক সময় বাংলাদেশের কৃষিতে টিস্যু কালচারের মাধ্যমে জাত উন্নয়নের বিষয়টি কঠিন মনে হলেও বর্তমানে এটি সহজ বেশ সহজ হয়ে গেছে। আমি আশা করি পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা টিস্যু কালচার সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে।
পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে টিস্যু কালচারের বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *