জান্নাত ঝুমা
উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ক ৫দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান আজ ০৬ এপ্রিল ২০১৯ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো: রইছউল আলম মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মো: মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও চীফ ইনোভেশন অফিসার জনাব মো: তৌফিকুল আরিফ।
প্রশিক্ষণে এটুআই, বিএফডিসি, মৎস্য অধিদপ্তর, প্রণিসম্পদ অধিদপ্তর, বিএলআরআই, মেরিন ফিশারিজ একাডেমী এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল এর কর্মকর্তা ও বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহণ করেন। (প্রেস রিলিজ )