Site icon

বিএলএস কর্তৃক রাজশাহীর মেয়রের ত্রাণ তহবিলে ডিম প্রদান

ডিম প্রদান

ডিম প্রদান

কৃষি সংবাদ ডেস্কঃ
বাংলাদেশ লাইভস্টক সোসাইটির পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের ত্রাণ তহবিলে ১৫৬০টি ডিম প্রদান করা হয়েছে। বর্তমানে করোনা ভাইরাসে বিধ্বস্ত বিশে^র অংশ আমাদের দেশের এই ক্রান্তিলগ্নে কর্মহীন, অসহায় ও দরিদ্র লোকদের জরুরী খাদ্য সহায়তার জন্য সরকার বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন অসহায় লোকদের খাদ্য সহায়তা প্রদান কর্মসূচী অব্যাহত রেখেছেন। মাননীয় মেয়রের আন্তরিক প্রচেষ্টার প্রতি সম্মান প্রদর্শন ও দেশের এই বিপদের মুহুর্তে যার যতটুকু সম্ভব তাই নিয়ে এগিয়ে আসা উচিত এ দায়িত্ববোধ থেকেই ক্ষুদ্র পরিসরে হলেও বাংলাদেশ লাইভস্টক সোসাইটি এগিয়ে এসেছে।

সহায়তার অংশ ডিম হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সম্মানিত প্রফেসর ড. মো: জালাল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক ড. মো: হেমায়েতুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: ইসমাইল হক, সহ-সভাপতি মো: এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ডা: মো: রিয়াজুল ইসলাম, রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজ, এবং ভেটেরিনারি সার্জন ডা: মো: ফরহাদ হোসেনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচরিীবৃন্দ। উক্ত সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে সমিতির সভাপতি প্রফেসর ড. মো: জালাল উদ্দিন সরদার ব্যক্তিগত ভাবে ত্রাণ সহায়তার জন্য মাননীয় মেয়রের কাছে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করেন। মাননীয় মেয়র বাংলাদেশ লাইভস্টক সোসাইটির নেতৃবৃন্দ বিশেষ করে সভাপতি প্রফেসর ড. সরদারকে সমিতি ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা ও ডিম প্রদানের জন্য আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।


অনুষ্ঠানে প্রফেসর ড. সরদার ও ড. হেমায়েতুল ইসলাম বলেন যে, দুইটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য ত্রাণ হিসেবে ডিম প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথমত: ডিম যদি ত্রাণ হিসেবে প্রদান করা হয় তবে ভক্ষণকারীর প্রাণিজ আমিষের চাহিদা পূরণের সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত: ডিমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার কারনে খামারিগণ তাদের ডিম নিরবিচ্ছিনভাবে, স্বাচ্ছন্দে ও ন্যয়সংগত মূল্যে বিক্রি করতে পারবে। ড. সরদার ত্রাণ বিতরণকারী সকল সরকারি ও বেসরকারি সংস্থা ও ব্যক্তিকে ত্রাণের উপকরণ হিসেবে ডিম ও দুধ অন্তর্ভুক্ত করার অনুরোধ করেন।

Exit mobile version