Site icon

পবিপ্রবি’তে জাঁকজমকপূর্ণভাবে বিশ্ব ভেটেরিনারি দিবস’১৮ পালিত

ইফরান আল রাফি,পবিপ্রবি থেকে:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশালের বাবুগঞ্জস্থ এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসন অনুষদের ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএসএ) এর উদ্যোগে বিশ্ব ভেটেরিনারি দিবস‘১৮ পালিত হয়েছে।

২৮ এপ্রিল, ২০১৮ ইং সকাল ০৯ ঘটিকায় বেলুন উড়িয়ে ০৩ দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় মাননীয় উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী, এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসন অনুষদের সম্মানিত ডিন ও ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএসএ) এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন, বিশ্ব ভেটেরিনারি দিবস’১৮ উদযাপন কমিটির আহবায়ক দীপ রতন ঘোষসহ অনুষদের অনান্য সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ডিভিএম ছাত্র-ছাত্রীবৃন্দ।

এরপর ১০:০০ ঘটিকায় এক বর্ণাঢ্য র‌্যালি অশ্বিনী কুমার টাউন হল হতে শুরু হয়ে বরিশাল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন প্রাণির ছবি, পোস্টার, প্ল্যাকার্ড ভিন্ন মাত্রার সৃষ্টি করে। এছাড়া র‌্যালিতে ভেটেরিনারি পেশার গুরুত্ব এবং বিশ্ব ভেটেরিনারি দিবসের তাৎপর্য সম্বলিত লিফলেট বিলি করেন শিক্ষার্থীরা।

পরে বেলা ১১:০০ ঘটিকায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবে এবারের প্রতিপাদ্য বিষয় “The Role of the Veterinary Profession in Sustainable Development to Improve Livelihoods, Food Security and Safety” এর উপর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ভিএসএ এর সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ আলম নাইম এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন, অধ্যাপক, ড. মো: আহসানুর রেজা, অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ড. একেএম মোস্তফা আনোয়ার, সহযোগী অধ্যাপক ড. মো: সেলিম আহমেদ, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজগর আলী, সহযোগী অধ্যাপক ড. ফারজানা ইসলাম রুমি, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. অশিত কুমার পাল, সহকারী অধ্যাপক ড. লালমদ্দিন মোল্লা, প্রভাষক ড. মির্জা মাইনুর মেহের, প্রভাষক ডা: মো: মুস্তাফিজুর রহমানসহ ভিএসএ এর সিনিয়ার নেতৃবৃন্দ।

Exit mobile version