Site icon

হাবিপ্রবিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

হাবিপ্রবি’র ১ম বর্ষের ভর্তি পরীক্ষা
মোঃ মোস্তাফিজুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধি

প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যে বিশ্ব ভেটেরিনারি দিবস পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদ। আজ শনিবার বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন (বিভিএসএ), হাবিপ্রবি শাখার আয়োজনে দিনব্যাপী নানা কর্মসুচী পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়      “Antimicrobial Resistance-From Awareness To action” . কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৮টায় ক্যাম্পাসের পাশের গ্রাম পুর্ব কর্ণায় গ্রামে গবাদী প্রাণীকে বিনামূল্যে টিকাদান কর্মসূচী পালন প্সলন করা হয়।। এসময় প্রায় ২০০ গরু, ২০০ ছাগল ও ৩০০ মুরগী এবং একটা ঘোড়াকে বিভিন্ন রোগের টিকা প্রদান করা হয়। এই সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিসিন ও সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মোঃ সাইফুল ইসলাম, মাইক্রোবায়লজি বিভাগের প্রভাষক ডঃ মোঃ আতিকুল হক, ফিজিওলজি এন্ড ফার্মাকলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মো; মাহমুদুল হাসান সুমন ও প্যথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ হায়দার আলী সহ বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা।

পরে বিকাল ৩ টায় একটি য্যলী বের হয়ে ক্যম্পাসের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করেন, এতে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষক, সকল ছাত্রছাত্রীর উপস্থিত ছিলেন।র‌্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ২ ই ভেটেরিনারি দিবসের গুরুত্ব ও তাতপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন মুক্তিযদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ ফজলুল হকের সভাপত্বিত্বে গুরুত্ব প্ররণ প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ খালেদ হাসান, প্যাথলজি এন্ড প্যারা সাইটোলজি বিভাগের চেয়ারম্যান ডাঃ মোঃ হায়দার আলী, মেডিসিন এন্ড সার্জারী বিভাগের সহযোগি অধ্যাপক ডঃ মোঃ সাইফুল ইসলাম সহ অনান্য শিক্ষক শিক্ষিকাগণ। প্রাণিতে ব্যবহƒত এন্টিবায়োটিক রেসিডিয়ান ইফেক্ট নিয়ে গুরুত্বপুর্ণ পরামর্শ প্রদান করেন তারা। সভাপতির বক্তব্যে ডীন ডাঃ ফজলিল বলেন, প্রতিবারের মত আমরা সফল ভাবে এই দিবস উৎযাপন করতে পেরে সংশ্লিষ্ঠ সবাই কে ধন্যবাদ বাদ । আমাদের দেশের আর্থ সামাজিক উন্নতির পক্ষে নিরলস কাজ করে যাচ্ছে ভেটেরিনারিয়ানরা । তাদের চিকিতসা ও পরামর্শ দেশকে আমিষ এর ঘাঠতি পুরন করতে সক্ষম হয়েছে অনেকাংশে । সরকারের কাছ ভেটেরিনারিয়ানদের প্রতি বিশেষ দৃষ্টি দেয়ার আবেদন করছি আমরা। সবার সচেতনতায় আমাদের সুস্থাথে ও পুষতিতে ভরা প্রাণিজ আমিষের চাহিদা মিটিবে। ”

সন্ধ্যায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপি আয়োজনের সমাপ্ত হয়। বিভিএস এর নেতাকর্মিদের মধ্যে সাগর, কমল, ফিরোজ, এলিশ, এরফান প্রমুখ নেতৃত্বদেয়।
উল্লেখ, প্রতিবছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস পালন করা হয়, আর হাবিপ্রবিতে যথগত মর্যোদা ও কর্মসুচির মধ্যদিয়ে পালন করে ডিভিএম এর শিক্ষক ও শিক্ষার্থীরা.

 

Exit mobile version