প্রশ্ন:মরিচের গাছের পাতা ও কান্ড পচে যাচ্ছে ও শুকিয়ে যাচ্ছে। প্রতিকার হিসেবে কোন ঔষধ ব্যবহার করতে হবে?
আব্দুল মজিদ, নাটোর
সমাধান: মরিচ গাছের গোড়া অথবা মরিচ ক্ষেত থেকে পানি নিকাশ করতে হবে। সে সাথে এ রোগ নিয়ন্ত্রণে আইপ্রোডিয়ন (রোভরাল ৫০ডবিউøপি) প্যাকেটের গায়ে নির্দেশিত মাত্রায় পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হবে।
প্রশ্ন:মরিচের পাতা নিচের দিকে ঢলে পড়লে কি করতে হবে?
হাবিবুর রহমান, জগইর হাট, রাজাপুর,ঝালকাঠি
সমাধান: মরিচ গাছ ছত্রাকজনিত ঢলে পড়া রোগে আক্রান্ত হলে এমন লক্ষণ দেখা যায় । ক্ষেতে পানি বা রসের আধিক্য রোধ করতে হবে। গাছের গোড়ার মাটি নিড়ানি দিয়ে আলগা করে দিতে হবে। প্রতি লিটার পানিতে ৫ গ্রাম হারে রিডোমিল গোল্ড এম জেড ৬৮ ডব্লিউজি মিশিয়ে আক্রান্ত এবং সুস্থ সকল গাছে ১৫ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে। আক্রান্ত গাছটি সুস্থ হবে না তবে সুস্থ গাছগুলো আর আক্রান্ত হবে না।
প্রশ্ন: মরিচ গাছের ডগা পচে যায় এ অবস্থায় কি প্রয়োগে করতে হবে?
সাব্বির আহামেদ, কালিয়া কৈর, গাজীপুর
সমাধান: প্রথমেই মরিচ গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে, যেন স্যাঁতস্যাঁতে ভাব না থাকে। কিছুটা শুকনো ঝুরঝুরে কম্পোষ্ট সার গোড়ার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এরপর আক্রান্ত ডগা ধারালো চাকু দিয়ে কেটে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে। গাছের বাকি অংশে এবং ক্ষেতের অন্য গাছে প্রতি লিটার পানিতে ২ গ্রাম রিডোমিল মিশিয়ে স্প্রে করতে হবে। বিশেষ করে প্রতিটি গাছের গোড়ার মাটির অংশ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।
কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ