Site icon

মানসম্পন্ন খাদ্য উৎপাদন করে দেশের খাদ্য চাহিদা মেটাতে হবে–সিকৃবি ভিসি

মানসম্পন্ন খাদ্য উৎপাদন

মানসম্পন্ন খাদ্য উৎপাদন: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দিন দিন আবাদযোগ্য জমির পরিমাণ কমলেও জনসংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ। কৃষি বিজ্ঞানিদের কল্যাণেই দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বিদ্যমান চাষযোগ্য জমিতে মানসম্পন্ন খাদ্য উৎপাদন করে দেশের খাদ্য চাহিদা মেটাতে হবে। এসময় তিনি এমএস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতি কৃষি বিজ্ঞানিদের উপর অনেক প্রত্যাশা করে, তোমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান আহরণ করে কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে। ০৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত অডিটোরিয়ামে জুলাই ডিসেম্বর ২০২৪ ও জানুয়ারি-জুন ২০২৫ সেমিস্টারে ভর্তিকৃত এমএস (মাস্টার্স অফ সায়েন্স) শিক্ষার্থীদের ”ওরিয়েন্টেশন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলামের সভাপতিত্বে এবং সহযোগী প্রফেসর ড. মোঃ ওমর শরীফ ও সহকারী প্রফেসর ড. পৃথিলা পূজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, সিকৃবি রিসার্চ সিস্টেম (সাউরেস) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক প্রফেসর ড. মোঃ মাছুদুর রহমান প্রমুখ। উল্লেখ্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হতে ইতোমধ্যে প্রায় ১৫৫০ জন স্নাতকোত্তর ডিগ্রি এবং ২৩ জন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

Exit mobile version