Site icon

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

দুই দিন ব্যাপী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বার্ষিক কর্মশালা আজ রবিবার খামারবাড়িস্থ আকম গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এস আর ডি আই এর পরিচালক জনাব খোন্দকার মঈনুদ্দিন এর সভাপতিত্বে উক্ত কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ মোশাররফ হোসেন। উক্ত অনুষ্ঠানে সারা দেশের মৃত্তিকা বিজ্ঞানী বৃন্দ উপস্থিত ছিলেন। গত এক বছরে যে সব কাজ হয়েছে এবং আগামী এক বছরে কি কি কাজ করা হবে তার একটি পরিকল্পনা পেশ করেন আগত বিজ্ঞানীবৃন্দ।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি বলেন, মৃত্তিকা একটি প্রাকৃতিক সম্পদ। এর সুষ্ঠ ব্যবস্থাপনার উপরে নির্ভর করে অধিক খাদ্য উৎপাদন। এ জন্য মাটির সঠিক উর্বরতামান ঠিক রেখে মাটিকে ব্যবহার করতে হবে বলে উল্লেখ করেন। এরপরে তিনি.১৬ জন শ্রেষ্ঠ কর্মকর্তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন।

এ ছাড়াও সমাপনী দিবসে শ্রেষ্ঠ কর্মচারী ক্যাটাগরীতে ১০ জন কে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। বক্তারা মাটি পরীক্ষা করে সার প্রয়োগ প্রযুক্তি দেশের কৃষকদের মাঝে  ব্যাপারে ছড়িয়ে দেওয়ার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক প্রশিক্ষণ , কৃষিবিদ মোঃ মোবারক আলী। আরো উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক ড. পরেশ চন্দ্র মন্ডল। পরে অফ লাইন সার সুপারিশকরার সফটওয়্যার এর মোড়ক উন্মোচন করা হয়। এই সফটওয়ারের মাধ্যমে ইন্টারনেট ছাড়াই দেশের প্রত্যন্ত অঞ্চলে বসে কৃষকের জমির সারের চাহিদা নিরুপণ করা সম্ভব হবে।

Exit mobile version