কৃষি সংবাদ ডেস্কঃ খুরা রোগের প্রাদূর্ভাব
খুরা রোগের প্রাদূর্ভাব ঃ রংপুরের মিঠাপুকুরে গরুর খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে ১৫ দিনে মারা গেছে ১৪টি গরু। এর মধ্যে আমিনুর রহমানের ২টি, বকুল মিয়ার ১টি, রাজেকা বেগমের ১টি, মঞ্জুরুলের ২টি, আবু তাহেরের ১টি, আশরাফুলের ১টি, শরিফুলের ১টি, নুর হাসানের ১টি, মিজানুর রহমানের ১টি, কেরামত আলীর ১টি, বাবু মিয়ার ১টি ও খোকা মিয়ার ১টি। এ ছাড়াও গোটা উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ শতাধিক গরু। তবে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এর কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।
বালুয়া মাসিমপুর ইউনিয়নের পল্লী চিকিৎসক এরশাদুল হক বুলবুল বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে গরু খুরা রোগে আক্রান্ত হয়ে পড়ছে। চিকিৎসা দেয়ার আগেই অনেক গরু মারা যাচ্ছে। খুরা রোগে আক্রান্ত হয়ে হামিদপুর গ্রামের ১৫টি গরু মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের কেউ এলাকায় এসে খোঁজখবর নেয়নি। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এনামুল হক বলেন, বিচ্ছিন্নভাবে এক মাসে ৪/৫টি গরু মারা যাওয়ার রেকর্ড প্রাণিসম্পদ অফিসে আছে। এ রোগে বেশি মারা যায় গরুর বাছুর। তিনি পরামর্শ দিয়ে বলেন, এ রোগ থেকে বাঁচাতে সুস্থ গরুকে ভ্যাকসিন দিতে হবে। রোগটি ছোঁয়াচে রোগ। তাই আক্রান্ত প্রাণীকে আলাদা করে চিকিৎসা দিতে হবে। ইত্তেফাক।।
কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম