Site icon

রাজশাহীতে গুরুতর আহত একটি মুখপোড়া হনুমান উদ্ধার

মুখপোড়া হনুমান উদ্ধার

মুখপোড়া হনুমান উদ্ধার

কৃষি সংবাদ ডেস্কঃ

গত ০২/০৬/২০২০ খ্রিঃ তারিখে পবা উপজেলা ও রাজশাহী জেলার অর্ন্তগত ১০ নং পদ্মার চর বিজিবি ক্যাম্প কর্তৃক তথ্যের ভিত্তিতেগুরুতর আহত একটি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের নির্দেশে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্ধারকারী দল গুরুতর আহত উক্ত মুখপোড়া হনুমান (Capped langur) বিজিবি সদস্যদের সহায়তায় সকাল ৯.০ টায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হনুমানটি চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এ্যান্ড এনিমেল সাইন্সেস বিভাগের অধীনে পরিচালিত ভেটেরিনারী ক্লিনিক ও এ আই ও ট্রেনিং সেন্টারে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে সেখানে অধ্যাপক, ডঃ মোঃ জালাল উদ্দিন সরদার ও ডঃ মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ, ডেপুটি চীফ ভেটেরিনারীয়ান মহোদয়গণের নেতৃত্বে সহযোগী চিকিৎসকবৃন্দ এবং সহায়ক কর্মচারীগণের সহায়তায় প্রায় ২ ঘন্টাব্যাপী শল্যচিকিৎসা প্রদান করা হয়। এই বিষয়ে ড ঃ জালাল উদ্দিন সরদারের কাছে জানতে চাইলে, তিনি বলেন হনুমানটি দূর্ঘটনাজনিত কারণে পেটের নারী-ভুড়ি বের হয়ে গিয়েছিল ও শরীরের বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল। এটি একটি সফল অস্ত্রোপাচার হয়েছে, আশাকরি বন্যপ্রাণী বিভাগের সুদক্ষ কর্মচারীদের নিবিড় পরিচর্যায় দ্রুত সুস্থ হয়ে উঠবে।

পরবর্তী পরিচর্যার বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর বন্যপ্রাণী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবিরের কাছে জানতে চাইলে, তিনি বলেন, সকলের সমšি¦ত আন্তরিক প্রচেষ্টায় সফল অস্ত্রোপাচার শেষে হনুমানটি বন্যপ্রাণী উদ্ধার ও পুনবার্সন কেন্দ্রে আনয়ন করা হয়েছে। মহান আল্লাহর অশেষ কৃপায় নিয়মিত চিকিৎসা ও পরিচর্যান্তে সম্পূর্ণ সুস্থ হলে হনুমানটি উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

Exit mobile version